ব্যাংক বন্ধ আজ

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২১, ০৯:৫১| আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১১:২৩
অ- অ+

করোনাভাইরাসের সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার কারণে ব্যাংকিং লেনদেনের সময়সীমা বাড়ানো হলেও কমেছে দিনের সংখ্যা। আর সেই কারণে আজ (বুধবার) ব্যাংকগুলো বন্ধ থাকবে। একই সঙ্গে ব্যাংকের ন্যায় আজ বন্ধ থাকবে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোও। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী একই কারণে পহেলা আগস্টও ব্যাংক বন্ধ ছিল।

গত মাসের ২৮ তারিখে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেন।

সেই নির্দেশনায় বলা হয়েছে, আগস্ট মাসের ২, ৩ ও ৫ তারিখ সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ব্যাংকে লেনদেন হবে। সেজন্য ৪টা পর্যন্ত ব্যাংক খোলা পাওয়া যাবে। আর ১ ও ৪ তারিখ ব্যাংকগুলো বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ২৩ জুলাই থেকে দেশে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে সেটা ছিল ৫ আগস্ট পর্যন্ত। কিন্তু সরকারের বর্তমান নির্দেশনা অনুযায়ী বিধিনিষেধ চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত। বিধিনিষেধের নিয়মানুযায়ী, গত ২৫ জুলাই থেকে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ব্যাংকে লেনদেন হচ্ছে। আগে সপ্তাহে শুধু রোববার ব্যাংক বন্ধ থাকত। এই সপ্তাহে দুদিন বন্ধ থাকবে।

আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেসব শাখা খোলা রাখার নিয়ম রয়েছে সেগুলো খোলা থাকবে। তবে বন্দরের আশেপাশের শাখাগুলো খোলার জন্য অবশ্যই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে কবর থেকে লাশ তুলে বাড়ির উঠানে দাফন
রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব পেলেন শেখ মইনউদ্দিন
শুল্কহার নিয়ে তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সময় চেয়েছে বাংলাদেশ
ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, এর কোনো ব্যতিক্রম হবে না: ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা