শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ আগস্ট ২০২১, ১৮:৫১

স্বাস্থ্যবিধি মেনে ১ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গাজীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাজবাড়ী সড়কে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, গাজীপুরের ব্যানারে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে মহানগর ছাড়াও জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের শিক্ষক-কর্মচারীরাও অংশ নেন।

সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, মহানগর শাখার সভাপতি হাবিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, সংগঠনের নেতা আজিজুল হক, সাদিকুল ইসলাম সেলিম, শহিদুল ইসলাম, বাদল আহম্মেদ, খোরশেদ আলম প্রমুখ।

এসময় বক্তারা ১ সেপ্টেম্বর থেকে স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আট লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর মানবেতর জীবন যাপন থেকে উত্তোরণের জন্য প্রধানমন্ত্রীর নিকট দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৬আগস্ট/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :