রূপগঞ্জে গৃহবধূকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুরাইয়া আক্তার (২৩) নামে এক গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকাণ্ডের ঘটনায় স্বামীসহ তার সহযোগীরা জড়িত বলে স্থানীয়রা ধারণা করছেন। বুধবার মধ্য রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হালুয়ারটেক এলাকায় ঘটে এ হত্যাকাণ্ডের ঘটনা। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত সুরাইয়া আক্তার গাজীপুর জেলার কালীগঞ্জ থানার বাহাদুর সাদি এলাকার আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর আগে সুরাইয়া আক্তারের সঙ্গে রূপগঞ্জ উপজেলার বিরাব এলাকার অহিদ মিয়ার বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী ইন্সপায়ার গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তারিকুল ইসলাম মোগলের কেন্দুয়া হালুয়ারটেক এলাকার ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। সুরাইয়ার স্বামী অহিদ একজন মাদকসেবী। এছাড়া প্রায় সময়ই অহিদ তার মাদকাসক্ত সহযোগীদের দিয়ে সুরাইয়ার সঙ্গে অসামাজিক কাজ করানোর চেষ্টা করত। এতে সুরাইয়া সব সময় প্রতিবাদ করত। এ নিয়ে বেশ কয়েকবার তাদের স্বামী-স্ত্রীর মধ্যে হাতাহাতি ও মারপিটের ঘটনাও ঘটে। মাদকসেবী হওয়ায় স্থানীয়রা প্রতিবাদ করার সাহসটুকু পায়নি। এছাড়া কেন্দুয়া বটতলাসহ আশপাশের এলাকায় প্রকাশ্যে দিবালোকে মাদকখোররা মাদক সেবন করে মাতাল হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। বুধবার রাতে মাদক সেবনের টাকার জন্য স্বামী অহিদ তার স্ত্রী সুরাইয়া আক্তারকে চাপ প্রয়োগ করে। টাকা দিতে অস্বীকার করলে মারধর করে ঘর থেকে বের হয়ে যায়। পরে মধ্য রাতে মাদকাখোর অহিদসহ তার কয়েকজন সহযোগী ঘরে প্রবেশ করে। স্থানীয়দের ধারণা, নেশাখোর স্বামীর সহযোগিতায় মাদকখোররাই গৃহবধূ সুরাইয়া আক্তারকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে গেছে। পলাতক স্বামীসহ স্থানীয় মাদকখোরদের গ্রেপ্তার করলেই হত্যার রহস্য উদঘাটন হবে বলে স্থানীয়রা জানান।

এ ব্যাপারে ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, রাতের যেকোন সময় এ হত্যার ঘটনা ঘটেছে। সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। লাশের গলায় ও শরীরের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, পলাতক অহিদকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তার করলেই সকল রহস্য বেরিয়ে আসবে। এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত ঘটনা বলতে পারব।

(ঢাকাটাইমস/২সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :