হবিগঞ্জে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

হবিগঞ্জের বানিয়াচং সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাকন দাস (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো পাঁচজন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কাকন দাস সুনারু গ্রামের মতি লাল দাসের কন্যা ও শ্রীমঙ্গল মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।
শনিবার সকালে পরিবারের লোকজনকে নিয়ে মৌলভীবাজার থেকে একটি প্রাইভেটকার যোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের উদ্দেশে রওয়ানা দেন তিনি। পথে আতুতুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আহতদের উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাকন দাসকে মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাস জানান, হাসপাতালে নিয়ে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।
(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

মন্তব্য করুন