তাড়াশে শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রী

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ সেপ্টেম্বর ২০২১, ১৯:২৫
অ- অ+

করোনা মহামারির কারনে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর স্কুল খোলা প্রথমদিনেই সিরাজগঞ্জের তাড়াশে শ্লীলতাহানির শিকার এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী।

রবিবার দুপুরে পৌনে ১টার দিকে তাড়াশ উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবক উপজেলার বারুহাস ইউনিয়নের দিঘরীয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আতিকুল ইসলাম আতিক (২২)।

শ্লীলতাহানির শিকার স্কুলছাত্রীর অভিভাবকরা জানান, বারুহাঁস উচ্চ বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী সকালে ক্লাস করতে স্কুলে যায়। স্কুল শেষে দুপুরে বাড়ি ফেরার পথে বারুহাঁস বাজারের এলাকায় পৌঁছেলে একই ইউনিয়নের দীঘরিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আতিকুল ইসলাম আতিক স্কুলছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানি করে। এ সময় ওই স্কুলছাত্রী চিৎকার করলে তার সাথে থাকা সহপাঠী শিক্ষার্থীরা এগিয়ে এসে তাকে রক্ষা করে। এতে ক্ষীপ্ত হয়ে আতিক স্কুলছাত্রীর মুখ এসিডে ঝলসে দেবে ও সহপাঠীদের দেখে নেবার হুমকি দিয়ে পালিয়ে যায়।

পরে শ্লীলতাহানি শিকার স্কুলছাত্রী ও তার সহপাঠীরা স্কুলে ফিরে গিয়ে বিষয়টি বিদ্যালয়ে উপস্থিত থাকা শিক্ষকদের জানান। তারপর কয়েকজন শিক্ষক, শিক্ষার্থীরা ও ওই স্কুলছাত্রীর অভিভাবকেরা তাড়াশ ইউএনও মেজবাউলের করিমের অফিসে এসে ওই স্কুলছাত্রীর শ্লীলতাহানির বিষয়টি মৌখিকভাবে তাকে জানান।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম জানান, স্কুলছাত্রী ও তার সহপাঠীরা আমার কাছে এলে তাৎক্ষণিকভাবে বিষয়টি থানার ওসিকে বখাটের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, আমি ওই স্কুলছাত্রীর অভিযোগটি গ্রহণ করে থানার সেকেন্ড অফিসারকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছি।

(ঢাকাটাইমস/১২সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় শিক্ষককে প্রকাশ্যে গুলি করে হত্যাচেষ্টা
চাঁপাইনবাবগঞ্জে ৩ দফা দাবিতে রেল অবরোধ
রাঙামাটিতে ট্রাক্টর উল্টে প্রাণ গেল ৩ শ্রমিকের
গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জনের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা