যুক্তরাজ্যের নতুন উপ-প্রধানমন্ত্রী ডোমিনিক রাব

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:১১| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৩১
অ- অ+
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় বুধবার ব্যাপক রদবদল আনা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাবের পদাবনতি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে বিচারমন্ত্রী করা হয়েছে তাকে। সেই সাথে আরও দুইটি দায়িত্ব পেয়েছেন তিনি। তাকে দেশটির উপ-প্রধানমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর করা হয়েছে। বুধবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে নতুন এই দায়িত্ব বণ্টন করা হয়। সূত্র: বিবিসি।

সম্প্রতি আফগানিস্তান সংকট মোকাবেলায় ডোমিনিক রাবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। তখন থেকেই তিনি আলোচনায় ছিলেন। দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাণিজ্যমন্ত্রী লিজ ট্রাসের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষামন্ত্রী গ্যাভিন উইলিয়ামসনকে পদচ্যুত করা হয়েছে। বিচারমন্ত্রী রবার্ট বাকল্যান্ডকে তার পদ থেকে সরানো হয়েছে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল তার পদ ধরে রেখেছেন। কমিউনিটি মন্ত্রী রবার্ট জেনরিককে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কনরাজভেটিভ পার্টির কো-চেয়ারম্যান পদ থেকে সরানো হয়েছে আমান্দা মিলিংকে।

আমান্দা মিলিং বলেছেন, ‘আমি যে দায়িত্ব পালন করেছি তা আমার জন্য সম্মানের। আমি আমাদের পরিকল্পনা অনুযায়ী দায়িত্ব পালন করে যাব।’

এদিন ডোমিনিক রাবকে ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে হাসিমুখে বেরিয়ে যেতে দেখা যায়। নতুন পদে তিনি খুশি কিনা সে ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। কিন্তু ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে পাঠানো ইমেইলে ডোমিনিক রাবের নতুন পদের বিষয়টি নিশ্চিত করা হয়।

বুধবার মন্ত্রিসভায় রদবদলের কাজ শুরু করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বৃহস্পতিবারও মন্ত্রিসভা ঢেলে সাজানোর কাজ চলতে পারে।

(ঢাকাটাইমস/১৫ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা