নিখোঁজের পাঁচ দিন পর যুবকের লাশ উদ্ধার

পুবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:২২
অ- অ+

গাজীপুর মহানগরের ৪১নং ওয়ার্ডের ছিকুলিয়া এলাকায় বিলের পানি থেকে বিকাশ চন্দ্র দাস (২৮) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের অর্ধগলিত লাশ রবিবার সকালে উদ্ধার করেছে পুলিশ।

নিহত বিকাশ গাজীপুর জেলার পুবাইল থানার ছিকুলিয়া গ্রামের মৃত নকুল চন্দ্র দাসের ছেলে।

নিহতের মা বিভা রানী দাস জানান, গত ১৫ সেপ্টেম্বর বিকাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। আগেও বিভিন্ন সময় বাড়ি থেকে বের হয়ে দূরে চলে যেত। চার-পাঁচ দিন পর বাড়ি ফিরত। এবার বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।

পুবাইল থানার উপ-পরিদর্শক রাশেদ জানান, সকালে জেলেরা ছিকুলিয়া-উধুর ভাঙ্গা ব্রিজের উত্তর পাশে বিলের পানিতে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশ দেখতে পেয়ে খবর দিলে লাশটি উদ্ধার করি। পরে বিকাশের মা লাশটি দেখে শনাক্ত করে যে, এটাই তার ছেলে।

পুবাইল থানার ওসি মুহিদুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা