দেড় বছর পর ভোমরা স্থলবন্দর পরীক্ষামূলক যাত্রী চলাচল শুরু

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮
অ- অ+

দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারত-বাংলাদেশ পরীক্ষামূলক যাত্রী চলাচলের জন্য খোলা রাখা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে রবিবার সকাল থেকে এ যাত্রী চলাচলের কথা থাকলেও বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কোন যাত্রী ভারতে প্রবেশ করেননি বা ভারত থেকে কোন যাত্রী বাংলাদেশে আসেননি।

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাহাঙ্গীর বলেন, ইমিগ্রেশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সাধারণ মানুষ বিষয়টি জানতে না পারার কারণে হোক বা প্রস্তুতির অভাবে হোক এখনও পর্যন্ত ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে কোন যাত্রী যাতায়াত করেননি। তবে, অনেকেই তার কাছে এ বন্দর দিয়ে যেতে হলে কি কি নিয়ম-কানুন মানতে হবে সেগুলো জানতে ও খোঁজ খবর নিতে এসেছেন।

তিনি আরো জানান, করোনা মহামারির কারণে গত বছরের ২৬ মার্চ থেকে বন্ধ হয়ে যায় ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। তবে, আমদান-রপ্তানি বাণিজ্য যথারীতি আগে থেকেই সচল রয়েছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বনানীতে সড়ক অবরোধ সিএনজি অটোরিকশা চালকদের, তীব্র যানজটে দুর্ভোগ
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা