পাকস্থলিতে হেরোইন

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:০৪
অ- অ+

টাঙ্গাইলে পাকস্থলিতে করে ৫০ গ্রাম হেরোইন পাচারের সময় দুজনকে আটক করেছে র‌্যাব। রবিবার দুপুরে টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটকরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মহিশালবাড়ী গ্রামের মানিকুল ইসলাম (৪৫) ও একই এলাকার আব্দুল ওয়াদুদ (৩৫)।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে পাকস্থলিতে ৫০ গ্রাম হেরোইনবহনকারী ও পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০ গ্রাম হেরোইনসহ দুইটি মোবাইল, দুইটি সিমকার্ড ও নগদ তিন হাজার ১৭০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘জিজ্ঞাসাবাদে তারা পায়ুপথের মাধ্যমে পাকস্থলিতে হেরোইনবহন ও পাচার করার কথা স্বীকার করেন। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এক্সরের মাধ্যমে পাকস্থলিতে থাকা হেরোইন শনাক্ত করা হয়। এরপর হেরোইন পাকস্থলি থেকে বের করা হয়। আটকদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মামলা করা হয়েছে।’

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সমুদ্র অভিযানে সাহসিকতার জন্য আইএমও’র স্বীকৃতিস্বরূপ প্রশংসাপত্র পেল কোস্ট গার্ড
ব্যবসায়ীকে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যা: চারজন গ্রেপ্তার, বিএনপির বহিষ্কার ৫ জন
দিল্লিতে ধসে পড়ল চারতলা ভবন, বহু মানুষ আটকে পড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্রে শুল্ক নিয়ে তিন দিনের আলোচনা শেষ, আশাবাদী বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা