জয়ের পর ধন্যবাদ জানাতে মেট্রো স্টেশনে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৮:২৪| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৭
অ- অ+

জাতীয় নির্বাচনে জিতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। নিজের ও দলের জয়ের পর জনসাধারণকে ধন্যবাদ জানাতে মেট্রো স্টেশনে হাজির হন তিনি। এসময় তিনি স্টেশনে আসা যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এক ফেসবুক পোস্টে আগের দুই বারের জয়ের কথা তুলে ধরে ট্রুডো বলেন, ''২০১৫ ও ২০১৯ এর মতো আজ সকালেও আমি জনসাধারণকে ধন্যবাদ জানাতে মন্ট্রিয়েলের মেট্রো স্টেশনে থেমেছিলাম। এখন সময় অটোয়াতে ফিরে যাওয়ার। যেখানে আরও ভালো এক কানাডা গড়ার কাজ চলমান রয়েছে।''

সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তৃতীয়বারের মতো জয় পেয়েছেন ট্রুডো। আগের মতোই সংখ্যালঘু বা জোট সরকার গঠন করতে হবে। তবে কানাডার ইতিহাসে জোট সরকারের ঘটনা বিরল। আর সংখ্যালঘু সরকার গড়লে কোনো বিল পাস করাতে বিরোধীদের সমর্থনের আশায় চেয়ে থাকতে হবে ট্রুডোকে।করোনাভাইরাস মোকাবিলার সফলতাকে কেন্দ্র করে তিনি একক ভাবে জয়ের আশা নিয়ে যে ভোটের ডাক দিয়েছিলেন তা শেষ পর্যন্ত সফল হয়নি।

নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার জন্য তাদের দরকার ছিল ১৭০টি আসন। ইয়াহু নিউজের খবরে বলা হয়েছে, ট্রুডো লিবারেল পার্টি শেষ পর্যন্ত ১৫৮টি আসন নিশ্চিত করেছে। বিরোধী কনজারভেটিভরা পেয়েছে ১১৯টি আসন। এছাড়া সিপারেটিস্ট ব্লক কুইবেকোস পেয়েছে ৩৪ সিট এবং বামপন্থী নিউ ডেমোক্র্যাটস পেয়েছে ২৫ সিট।

ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্দোলনকে যারা বিতর্কিত করতে চায়, তারা ফ্যাসিবাদকে উসকে দিচ্ছে: টুকু
ই-গভর্ন্যান্স ও উদ্ভাবনী কর্মপরিকল্পনা বাস্তবায়নে রূপালী ব্যাংকের প্রথম স্থান অর্জন
স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রেসিডেন্টের নেতৃত্বে প্রতিনিধিদলের সাক্ষাৎ 
রবীন্দ্রনাথ ও নজরুল দুজনই জীবনঘ‌নিষ্ঠ ক‌বি ছি‌লেন: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা