৬৫ ঘণ্টার সফরে ২০টি বৈঠক মোদির

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১
অ- অ+
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সফরে মোট ৬৫ ঘণ্টার মধ্যে ২০টি আলাদা বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার দেশটির কেন্দ্রীয় সরকার সূত্রে এ কথা জানানো হয়েছে। শুধু তাই নয়, বিমানে বসেও তিনি সেরেছেন মোট চারটি বৈঠক। যাওয়ার পথে ও আসার পথে এই বৈঠকগুলোতে ব্যস্ত ছিলেন তিনি। খবর আনন্দবাজারের।

গত বুধবার যাওয়ার পথে বিমানে দুটি বৈঠক করেছিলেন। তারপর হোটেলে পৌঁছে মোট তিনটি বৈঠক সেরেছিলেন নরেন্দ্র মোদি। ২৩ সেপ্টেম্বর তিনি মোট পাঁচজন সিইও এর সঙ্গে আলাদা করে বৈঠক করেন।

তারপর বৈঠক করেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে। জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করেন তিনি। এছাড়া তিনটি অভ্যন্তরীণ বৈঠকও সারেন মোদি। ২৪ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে। অংশ নেন চতুর্দেশীয় অক্ষের বৈঠকে। সেদিনও অভ্যন্তরীণ চারটি বৈঠক করেন।

(ঢাকাটাইমস/২৬ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইসির ওয়েবসাইট থেকে সরানো হলো আ.লীগের ‘নৌকা প্রতীক’ 
দুদকের নতুন সচিব খালেদ রহীম
গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ
সিলেবাস সংস্কারে জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের সমঝোতা চুক্তি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা