টিপস

হোয়াটসঅ্যাপে গুরুত্বপূর্ণ মেসেজ দ্রুত খুঁজে পাওয়ার উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৯:২৪
অ- অ+

প্রয়োজনের সময় গুরুত্বপূর্ণ মেসেজ দ্রুত খুঁজে পেতে ‘স্টার্ড মেসেজ’ ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। এই ফিচার ব্যবহার করে যে কোন ব্যক্তিগত অথবা গ্রুপ মেসেজ সেভ করে রাখা সম্ভব। যা প্রয়োজনের সময় তা দ্রুত খুঁজে পেতে সাহায্য করবে।

কীভাবে ব্যবহার করবেন এই ফিচার?

স্টেপ ১। প্রথমেই যে মেসেজ সেভ করতে চান হোয়াটসঅ্যাপে সেই চ্যাট ওপেন করুন।

স্টেপ ২। এবার যে মেসেজটি সেভ করতে চান সেই মেসেজে ট্যাপ করে হোল্ড করুন।

স্টেপ ৩। এবার উপরে একটি তারা চিহ্ন দেখতে পাবেন। এই চিহ্নে ট্যাপ করলেই আপনার মেসেজ সেভ হয়ে যাবে। ও পরে দ্রুত তা খুঁজে পাবেন।

মনে রাখবেন এই উপায়ে সেভ করা সব মেসেজ স্টার্ড মেসেজ বিভাগে দেখাবে। স্টার্ড মেসেজ ওপেন করার জন্য হোয়াটসঅ্যাপের ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। এবার স্টার্ড মেসেজ অপশন সিলেক্ট করে নিন। এর পরে এখানে নিজের সেভ করা সব হোয়াটসঅ্যাপ মেসেজ দেখে নিতে পারবেন।

তবে চাইলে যে কোন সময় এই বিভাগ থেকে যে কোন মেসেজ সরিয়ে নেওয়া যাবে। এই জন্য সেই মেসেজের উপরে ট্যাপ করে হোল্ড করলে আপনি আনস্টার অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করলে স্টার্ড মেসেজ বিভাগ থেকে আপনার মেসেজ সরে যাবে।

এছাড়াও চাইলে সার্চ করে যে কোন মেসেজ দ্রুত খুঁজে পাওয়া সম্ভব। এই জন্য হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে সার্চ বাটনে ট্যাপ করে যে মেসেজ খুঁজতে চাইছেন তা টাইপ করুন। এখানে সার্চ করলে ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটের সব মেসেজ দেখে নিতে পারবেন।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা