চতুর্থ বিবাহবার্ষিকীর আগমুহূর্তে বিচ্ছেদের ঘোষণা নাগা-সামান্তার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২১, ১১:৫২
অ- অ+

জল্পনাই সত্যি হল। সংসার ভাঙল ভারতের দক্ষিণী সিনেমার আলোচিত জুটি সামান্থা আক্কিনেনি ও নাগা চৈতন্যর। শনিবার নিজেদের বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়া পোস্টে ঘোষণা করেন এই জুটি। চার বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে এবার ‘নিজেদের পথে চলতে’ চান দুজনে।

ইনস্টাগ্রাম পোস্টে নাগার্জুন-পুত্র চৈতন্য লেখেন, ‘অনেক আলোচনা এবং চিন্তাভাবনার পর আমি এবং স্যাম (সামান্থা) আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে আমরা বন্ধু। আমি বিশ্বাস করি, সেই বন্ধুত্বই আমাদের মধ্যে এক বিশেষ সম্পর্ককে বাঁচিয়ে রাখবে। এই কঠিন সময়ে আশা করি শুভানুধ্যায়ী, বন্ধু এবং সংবাদমাধ্যম আমাদের সমর্থন করবে এবং গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করবে। পাশে থাকার জন্য ধন্যবাদ।’

বেশ কয়েক মাস ধরেই ‘দ্য ফ্যামিলিম্যান’ খ্যাত নায়িকা সামান্থার ডিভোর্সের জল্পনা শোনা যাচ্ছিল। গোটা ঘটনার সূত্রপাত ইনস্টাগ্রামসহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অভিনেত্রীর নাম বদলকে ঘিরে। সামান্থা আক্কেনেনির বদলে এখন ইনস্টাগ্রামে নামের স্থানে জ্বলজ্বল করছে শুধু তার নামের আদ্যক্ষর এস। বৈবাহিক সূত্রে এক সময় শ্বশুরবাড়ির পদবী ব্যবহার করতেন অভিনেত্রী।

ইনস্টাগ্রামে একই বার্তা পোস্ট করেন সামান্থাও। ক্যাপশনে কিছুই লেখেননি তিনি। তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কেউ যাতে কোনো মন্তব্য করতে না পারে,সেই জন্য পোস্টের কমেন্ট বক্স বন্ধ রেখেছেন অভিনেত্রী। গত মাসেই অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন সামান্থা। সেখানে এক সাংবাদিক বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে যান সামান্থা। কিন্তু সপ্তাহখানেকের মধ্যেই জল্পনায় সিলমোহর দিলেন নিজেই।

চৈতন্য এবং সামান্থাকে ভক্তরা ‘সাই-স্যাম’ বলে ডাকতেন। অটোনগর সূর্য (২০১৪) ছবির শ্যুটিং চলাকালীন একে অপরের প্রেমে পড়েন তারা। ২০১৭ সালের ৬ অক্টোবর নাগা চৈতন্যের সঙ্গে বিয়ে হয় সামান্থার। চতুর্থ বিবাহবার্ষিকীর ঠিক চারদিন আগে বিয়ে ভাঙার ঘোষণা সারলেন দুজনে।

ঢাকাটাইমস/০৩অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা