সিআইএর কয়েক ডজন এজেন্টের মৃত্যুর খবর

বিশ্বের শীর্ষ কয়েকটি গোয়েন্দা সংস্থার মধ্যে অন্যতম মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। কয়েকটি এই সংস্থাটির হয়ে কাজ করা অনেক তথ্যদাতা বা এজেন্টকে মেরে ফেলা হয়েছে। রাশিয়া, চীন, ইরান ও পাকিস্তানে এ সংখ্যা উদ্বেগজনক। মার্কিন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তারা সিআইএর সব বৈশ্বিক স্টেশনে এ সংক্রান্ত একটি বার্তা পাঠিয়েছেন বলে খবর দিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
সিআইএর গোয়েন্দাদের সেই বার্তায় বলা হয়েছে, তাদের হয়ে কাজ করা তথ্যদাতা হয় অন্য গোয়েন্দা সংস্থার হাতে ধরা পড়েছেন আর না হয় তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সিআইএর কাউন্টার ইন্টেলিজেন্স মিশন সেন্টার গত কয়েক বছরে এমন অনেক ঘটনার তদন্ত করেছে, যেগুলোয় বিদেশি তথ্যদাতাদের হত্যা, গ্রেপ্তার বা সমঝোতার বিষয়গুলো উঠে এসেছে।
নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন বলা হয়েছে, এ ধরনের সংখ্যা সাধারণত জনগণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়। এমনকি গোয়েন্দা সংস্থার অনেক কর্মীও এসব তথ্য জানতে পারেন না। সিআইএর তারবার্তায় গোয়েন্দা মিশনকে আরও বেশি নিরাপত্তা দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
(ঢাকাটাইমস/০৬অক্টোবর/ডিএম)

মন্তব্য করুন