মিষ্টি খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, নারী আটক

মাদারীপুরে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই করে জনতার হাতে ধরা খেলো নারী ছিনতাইকারী ও তার সহযোগী। বুধবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর এলাকায় ঘটনাটি ঘটে।
পরে ছিনতাইচক্রের ওই নারী সদস্যকে আটক করে রাজৈর থানা পুলিশ। আটককৃত শারমিন আক্তার রাজৈর উপজেলার শাখারপাড় গ্রামের মামুনের স্ত্রী বলে জানা গেছে।
রাজৈর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা এলাকার হৃদয় নামে এক ব্যক্তি স্ত্রী পরিচয়ে শারমিনকে নিয়ে সদর উপজেলার চরমস্তফাপুর থেকে অটোরিকশা ভাড়া করে টেকেরহাটের দিকে রওনা হন। পথে চালক সোহান তালুকদারকে মিষ্টি খাইয়ে অজ্ঞান করে কুমার নদের পাড়ে ফেলে দিয়ে অটোরিকশা চালিয়ে টেকেরহাটের দিকে চলে যান। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে হৃদয়কে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।
পরে ইজিবাইকচালক সোহান এবং ছিনতাইকারী হৃদয়কে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে নারী ছিনতাইকারী চক্রের সদস্য শারমিন আক্তারকে আটক করা হয়।
এ বিষয়ে রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান বলেন, 'প্রাথমিকভাবে শারমিন আক্তার অটোরিকশা ও ইজিবাইক ছিনতাইকারী চক্রের সদস্য বলে স্বীকার করেছেন। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
(ঢাকাটাইমস/৭অক্টোবর/এসএ)

মন্তব্য করুন