পিছিয়ে পড়া জার্মানিকে জেতাল গ্যানাব্রি-মুলার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ অক্টোবর ২০২১, ১১:০৪
অ- অ+

রোমানিয়ার বিপক্ষে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে এক গোলে পিছিয়ে পড়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। তবে হার মানেনি হান্স ফ্লিকের শিষ্যরা। গ্যানাব্রি এবং মুলারের গোলে শেষ পর্যন্ত জয় পেয়েছে জার্মানিই। আর এ জয়ের মাধ্যমে কাতার বিশ্বকাপে ওঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল কিমিচরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে জার্মানি এগিয়ে থাকলেও প্রথম গোলটা পেয়েছে তুলনামূলক কম শক্তিশালী দল রোমানিয়া। ম্যাচের নবম মিনিটে রোমানিয়ার ইয়ানিস হাগি জার্মানির দুইজন রক্ষণভাগের খেলোয়াড়ের পায়ের ফাঁক গলিয়ে আড়াআড়ি শট নেন। বল জালে জড়ায়। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে রোমানিয়া।

দ্বিতীয়ার্ধেও একইরকম চাপ ধরে রেখে শুরু করা জার্মানি সমতায় ফেরে ৫২তম মিনিটে। ডি-বক্সের মুখ থেকে মার্কো রয়েসের ছোট কাটব্যাক পেয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন বায়ার্ন মিউনিখ মিডফিল্ডার গ্যানাব্রি।

কিছুক্ষণ পরেই এগিয়ে যাওয়ার দুটো সুযোগ পেয়েছিল স্বাগতিকরা। কিন্তু রয়েস এবং ওয়ার্নারের মিসে লিড নেয়া হয়নি। তবে ম্যাচের ৮১তম মিনিটে ঠিকই দ্বিতীয় গোলের দেখা পায় জার্মানি। কর্নার থেকে উড়ে আসা বল হেডে লেয়ন গোরেটস্কা পাঠান পেছনে। দূরের পোস্টে থাকা মুলার অনায়াসে কাছ থেকে জয়সূচক গোলটি করেন।

এ জয়ের ফলে ‘জে’ গ্রুপে ৭ ম্যাচ থেকে ১৮ পয়েন্ট সংগ্রহ করে টেবিলে সবার উপরেই অবস্থান করছে জার্মানি। সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে নর্থ মেসিডোনিয়া।

(ঢাকাটাইমস/০৯অক্টোবর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে
বাংলাদেশকে চাঁদাবাজ দুর্নীতিমুক্ত করেই ঘরে ফিরব: নাহিদ ইসলাম
গোপালগঞ্জের ১১ পয়েন্টের ঘটনা বর্ণনা করে পুলিশের প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা