ফাইনালে উঠতে কলকাতার লক্ষ্য ১৩৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৭ | প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২১, ২১:৫৬

দারুণ শুরুর পর আবারও ব্যাটিং ব্যর্থতায় পড়ল রিশাব পান্থের দিল্লি ক্যাপিটালস। কলকাতার নিয়ন্ত্রিত বোলিংয়ে এদিন নির্ধারিত ওভার শেষে ১৩৬ রানেই থামতে হল পান্থ-আইয়ারদের।

আজ শারজায় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে দিল্লি। কিন্তু সাকিব-বরুণদের দুর্দান্ত বোলিংয়ে রান তোলার গতি কমে যায় শিখর-পান্থদের। শেষের দিকে হেটমোয়ারের ১০ বলে ১৭ আর ২৭ বলে আইয়ারের ৩০ রানে ১৩৬ রানের লড়াকু ইনিংস পায় দিল্লি।

ব্যাটিংয়ে এদিন ব্যর্থ হন রিশাব পান্থ। দিল্লি অধিনায়কের ব্যাট থেকে আসে মাত্র ৬ রান। দলীয় সর্বোচ্চ ৩৯ বলে ধীরগতির ৩৬ রান করেন শিখর ধাওয়ান। শুরুতে ১২ বলে ২ চার ১ ছয়ে ১৮ রান করেন পৃথী শ্ব।

বল হাতে এদিন দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। চার ওভারে দিয়েছেন ২৮ রান। কলকাতার হয়ে দুটি উইকেট নিয়েছেন বরুণ চক্রবতী। একটি করে উইকেট নিয়েছেন শিবাম মাভি ও লকি ফার্গুইসন।

(ঢাকাটাইমস/১৩অক্টোবর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :