নরসিংদীতে খাইরুল কবির খোকনের বিরুদ্ধে বিএনপির একাংশের ঝাড়ু মিছিল

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২১, ২২:১৫
অ- অ+

নরসিংদীর মাধবদীতে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকনকে অবাঞ্ছিত ঘোষণা করে ঝাড়ু মিছিল করেছেন বিএনপি ও সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে মাধবদী বাজারে এ ঝাড়ু মিছিল হয়।

মিছিলে বিএনপি নেতা খায়রুল কবির খোকনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়া হয়।

এসময় মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করে বলেন, খায়রুল কবির খোকন নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনকে ধ্বংস করে দিয়েছেন। তাই তাকে আমরা নরসিংদী থেকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

তবে ঝাড়ু মিছিলে মাধবদীর পরিচিত কোনো বিএনপি নেতাকে অংশগ্রহণ করতে দেখা যায়নি। মিছিলে অংশগ্রহণ করা এক যুবদল কর্মী বলেন, যেখানে নরসিংদী জেলা যুবদল আগেই কমিটি মাধবদী থানা যুবদলের কমিটি অনুমোদন দিয়েছে, সেখানে কেন্দ্র থেকে বুধবার আবার কিভাবে আরেকটি নতুন কমিটি ঘোষণা দিতে পারে?

এই বিষয়ে বিএনপি নেতা খায়রুল কবির খোকনকে ফোন দেয়া হলে রিসিভ না করায় তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা