খুলনা বিশ্ববিদ্যালয় খুলছে সোমবার

শেখ ফেরদৌস রহমান, খুলনা
| আপডেট : ১৭ অক্টোবর ২০২১, ২১:৪৪ | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২১, ২১:৩১

প্রায় দেড় বছর পর সোমবার (১৮ অক্টোবর) খুলছে খুলনা বিশ্ববিদ্যালয়। প্রিয় বিশ্ববিদ্যালয় খুলবে, আবার ক্যাম্পাসে আড্ডায় বন্ধুদের দেখা হবে। বিশ্ববিদ্যালয়ের আশেপাশে থাকা ছাত্রছাত্রীরা নানা প্রয়োজনের খোঁজখবর নিতে ক্যাম্পাসে আসছেন। পাশাপশি সব ধরনের প্রস্তুতি শেষ করেছে কর্তৃপক্ষ।

শিক্ষার্থীদের আবাসিক হলগুলো ক্লাস রুমসহ কলেজ ক্যাম্পাস ধোয়ামোছার কাজ শেষ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের বড়, বড়, জঙ্গলে পরিপূর্ণ। ঘাসগুলো কেটে ছেটে পরিস্কার করা হচ্ছে। বর্তমানে খুলনা বিশ্ববিদ্যালয়ের মোট ছাত্রছাত্রীর সংখ্যা সাত হাজার। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলে অত্যন্ত আড়াই হাজার ছাত্রছাত্রী বসবাসের ব্যবস্থা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে বলা হচ্ছে, প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যলয়ের শেষ বর্ষ ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের টিকা সনদ দেখিয়ে আবাসিক হলে প্রবেশ করানো হবে। বাকি সব শিক্ষার্থীর আগামী ২৬ অক্টোবর থেকে নিয়মমিত ক্লাস করানো হবে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রেনিক অ্যান্ড কমিনিউকেশনের শিক্ষার্থী সোহেল বলেন, দেড় বছর পর প্রিয় ক্যাম্পাসে আসতে পারবো শুনে সত্যিই খুবই আনন্দ হচ্ছে। অনেক দিন পর আবার প্রিয় ক্যাম্পাসে সব বন্ধুকে নিয়ে আড্ডায় মিলিত হবো। করোনাকালে এতদিন ধরে বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে বাইরে থাকায় ক্যাম্পাস অনেক মিস করছিলাম।

সোহেল বলেন, পড়াশুনার অনেক ক্ষতি হয়েছে। তবে সব শিক্ষার্থীর শতভাগ কোভিড প্রতিরোধক টিকা সনদ বা রেজিস্ট্রশন কার্ড নিয়ে কলেজে ঢুকতে হবে বলে নির্দেশনা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাসিম বলেন, বিশ্ববিদ্যালয় শুনেছি খুলবে। এটি শুনে ঘুরতে এলাম। তাছাড়া আমার ছোট ভাইও একই বিশ্ববিদ্যালয়ের চারুকলার বিভাগের প্রথমবর্ষের শিক্ষার্থী। এখনও তার এনআইডি কার্ড তৈরি করা হয়নি। এ কারণে কোভিড প্রতিরোধক ঠিকা নিতে পারিনি।

এখন যেহেতু ক্যাম্পাসে ঢুকতে হলে টিকা সনদ বা নিবন্ধন কপি লাগবে, তাই বিকল্প কিছু করা যাবে কি না সে বিষয়ে একটু খোঁজখবর নিতে এসছি। তবে সব মিলিয়ে খুবই ভালো লাগছে যে আবারও শিক্ষার্থীদের পদচারণায় প্রিয় ক্যম্পাস মুখরিত হবে।

সব থেকে আনন্দের বিষয় আমরা করোনাকে জয় করতে পেরেছি। সবাইকে সামাজিক দূরত্ব বজায়সহ মাস্ক পরা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে বলে নির্দেশনা রয়েছে।

এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয় রেজিস্টার খান আব্দুল কুদ্দুস বলেন, আগামী ১৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। তবে হলে উঠতে হলে টিকার সনদ অথবা টিকা নেয়ার নিবন্ধনের সনদ দেখিয়েই হলে উঠতে পারবেন ছাত্রছাত্রীরা। যেহেতু করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল।

রেজিস্টার বলেন, এখন সব কিছু স্বাভাবিক। বর্তমান সময় করোনা আক্রান্তের হার মাত্র দুই শতাংশ। তবে শিক্ষার্থীদের সবাইকে শতভাগ টিকার আওতায় আনা হবে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বিশেষ অ্যাপসের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৯টি ডিসিপ্লিন বিভাগের সব ছাত্রছাত্রীকে তিন মাস আগেই অগ্রাধিকার ভিত্তিতে টিকা নেয়ার জন্য বার্তা পাঠানো হয়েছে। এদের আশিভাগ ইতোমধ্যে টিকা নিয়েছেন। বাকিরা নিবন্ধন করেছেন।

‘বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের দেয়া বিশেষ নির্দেশনায় বেশির ভাগ ছাত্রছাত্রী ইতোমধ্যে টিকা পেয়েছেন। টিকা পেতে সুবিধা নিশ্চিত করার জন্য নানা ব্যবস্থা নেয়া হয়েছে। তারপরেও যারা আলসেমি করে টিকা নেয়নি স্বাস্থ্য সুরাক্ষার তাগিদেই তারা হলে ঢুকতে পারবে না। এছাড়া সব ধরনেন প্রস্তুতি শেষ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭অক্টোবর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :