যে কারণে গ্রেপ্তার যুবরাজ সিং

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ১২:২৮| আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৩:৩৩
অ- অ+

ভারতের বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার যুবরাজ সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। একসময়ের সতীর্থ স্পিনার যুজবেন্দ্র চাহালকে বর্ণবৈষম্যমূলক মন্তব্য করায় তাকে জেলে যেতে হয়। তবে বেশি সময় সেখানে থাকতে হয়নি ছয় ছক্কা হাঁকানো এই ব্যাটসম্যানকে। অন্তর্বর্তীকালীন জামিনে ইতোমধ্যে ছাড়াও পেয়ে গেছেন তিনি। কিন্তু কি কারণে তাকে গ্রেপ্তার করা হলো?

ভারতীয় পত্রিকা আনন্দবাজার জানিয়েছে, ঘটনাটি প্রায় দেড় বছর আগের। ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মার সঙ্গে সামাজিক মাধ্যমে ভিডিও চ্যাটে চাহালকে ‘ভাঙ্গি’ বলেছিলেন যুবরাজ। ভাঙ্গি অর্থ মেথর। তখন এই মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছিল, ক্ষমাও চেয়েছিলেন যুবরাজ। কিন্তু বিষয়টি মেনে নিতে পারেননি হরিয়ানার হান্সী শহরের রজত কালসান। জাতি বৈষম্যমূলক মন্তব্যের অভিযোগে যুবরাজের বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি।

ভারতের এসসিএসটি আইনের সেই মামলায় যুবরাজকে গ্রেপ্তার দেখায় পুলিশ। ছাড়া পেয়ে নিজেকে আবারও নির্দোষ দাবি করেন যুবরাজ। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে নিজের বিরুদ্ধে দায়ের করা এফআইআর তুলে নেওয়ার দাবিও জানান তিনি।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা