ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ভিকি

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ১৬:৩৩| আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৬:৩৬
অ- অ+

ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই বলিউডে জল্পনা। কিছুদিন আগে শোনা গিয়েছিল, গোপনে নাকি আংটি বদলও করে ফেলেছেন তারা। কিন্তু সেসময় এই জল্পনায় জল ঢেলে দেন ভিকি-ক্যাটরিনা। বলেন, সেদিন শুটিংয়ে ব্যস্ত ছিলেন ভিকি। এমনকি ওই গুজব নিয়ে বাড়িতে হাসিঠাট্টাও করেছিলন নায়কের মা-বাবা।

এবার নিজের মুক্তি প্রতিক্ষীত ছবি ‘সর্দার উধম’-এর প্রচারে গিয়ে সেই গুজব নিয়ে মুখ খুললেন ভিকি। তাকে এবং ক্যাটরিনাকে নিয়ে যে গুজবের সৃষ্টি হয়েছে তার জন্য পাপারাৎজিদের দায়ী করেন তিনি। বলেন, আপনাদেরই এক বন্ধু এই গুজব ছড়িয়েছিল। সঠিক সময় এলে তাড়াতাড়িই বাগদান পর্ব সেরে ফেলব। সঠিক সময়ের অপেক্ষা।’

যদিও ভিকি কার সঙ্গে বাগদান সারবেন, সেকথা খোলাসা করেননি।

প্রসঙ্গত, সম্প্রতি ভিকির ‘সর্দার উধম’-এর প্রিমিয়ার শোয়ে ক্যাটরিনা কাইফও উপস্থিত ছিলেন। স্পেশাল স্ক্রিনিংয়ে এই ছবি দেখে তিনি ভিকির প্রশংসায় পঞ্চমুখ হন। সোশ্যাল মিডিয়ায় ছবির পোস্টার শেয়ার করে ক্যাটরিনা লেখেন, ‘সুজিত সরকারের চিন্তাকে সাধুবাদ জানাই। ছবির গল্পটি খুবই চমৎকার।’

ঢাকাটাইমস/১৮অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা