কুমিল্লায় সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ২১:০৩
অ- অ+

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজ হওয়ার ছয় দিন পর ডোবা থেকে হেলাল উদ্দিন (২২) নামে এক সিএনজিচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের পাশের একটি ডোবা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

নিহত হেলাল উপজেলার রহিমপুর গ্রামের হিরন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন সিএসজি অটোরিকশাচালক।

জানা যায়, দুপুরে উপজেলার নবীপুর-শ্রীকাইল সড়কের শীলমপুর এলাকার নিউ থ্রী-ষ্টার ব্রিকস্ ফিল্ডের শ্রমিকরা ভাটায় কাজ করতে গিয়ে পাশের ডোবায় একটি লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ডোবা থেকে লাশ উদ্ধার করে।

মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান বলেন, লাশের গলা এবং পেটে ধারালো ছুরির আঘাত রয়েছে। তদন্ত করে হত্যার রহস্য উদঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা