সুনামগঞ্জে আ.লীগের দুপক্ষে সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৮ অক্টোবর ২০২১, ২১:০৫
অ- অ+

সুনামগঞ্জের দিরাই উপজেলার মেঘনা বারঘর জলমহালকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে রুহেদ মিয়া নামে একজন নিহত হয়েছেন। তিনি ভাটিপাড়া গ্রামের আব্দুস শহীদের ছেলে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নারীসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতরা হলেন- জসিম (২৮), ফয়জুল (৪২), অন্তর (২০) সুজাহান (২২), আরমান (২৫), ফায়িন (৩০), মিলন (২০) ওয়াহিন নূর (২৬), মরি বেগম, মেহেরাজ, সানোয়ার, নেকবর, আনোয়ারসহ অর্ধশতাধিক ব্যক্তি। এ ঘটনায় দুপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেঘনা বারোঘর জলমহালের দখলদারত্ব নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক প্রদ্বীপ রায় ও আওয়ামী লীগ নেতা কাজলনূরের মধ্য বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সোমবার দুপুর ১২টার দিকে ভাটিপাড়ার ইউনিয়নের চক্করের মাঠে প্রদ্বীপ রায় নিয়ন্ত্রণ শাহালম দ্বীপ ও কাজলনূরের গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই রুহেদ মিয়া নিহত হন।

সংর্ষের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।

তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা