ছেলের অনুপস্থিতিতে বাড়িতে যা নিষিদ্ধ করলেন গৌরী

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ অক্টোবর ২০২১, ১২:২৪| আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১৩:১০
অ- অ+

মাদক-কাণ্ডে গ্রেপ্তার হয়ে দুই সপ্তাহের বেশি সময় ধরে মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) জেলে বন্দি শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। তিন দফায় জামিনের আবেদন করলেও তা খারিজ করে দিয়েছে আদালত। শাহরুখ-পুত্রের আইনজীবীর কোনো যুক্তিই আদালতে ধোপে টেকেনি।

তবে আশা ছাড়তে নারাজ আরিয়ানের তারকা বাবা-মা শাহরুখ খান ও গৌরী খান। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।

এদিকে, ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরী। আরিয়ান না ফেরা পর্যন্ত বাড়িতে কোনো রকম মিষ্টি তৈরি করবেন না তিনি। ‘মান্নাত’-এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন শাহরুখ-পত্নী।

খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরী। এর পরই নির্দেশ দেন, আরিয়ান না ফেরা পর্যন্ত বাড়িতে কোনো ধরনের মিষ্টি তৈরি হবে না।

ছেলে আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর থেকেই নাকি হতাশায় ভুগছেন গৌরী। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন তিনি।

গত ৩ অক্টোবর এনসিবির অভিযানে মুম্বাই থেকে গোয়াগামী এক প্রমোদতরীর পার্টি থেকে গ্রেপ্তার হন আরিয়ান। তিনি আপাতত মুম্বাইয়ের আর্থার রোড জেলে রয়েছেন। ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি রয়েছে। আলোর উৎসবের আগে কি গৌরী ফিরে পাবেন ছেলেকে? উত্তর স্পষ্ট নয়।

ঢাকাটাইমস/১৯অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
পঞ্চগড়ে দেড় বছর বয়সী সন্তানের গলায় ছুরি ধরে মাকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা