স্কুটি চালানো অবস্থায় পড়ে গিয়ে বাসচাপায় নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২১, ১৮:১২
অ- অ+

রাজধানীর কারওয়ান বাজারে স্কুটি চালানো অবস্থায় হঠাৎ রাস্তায় পড়ে বাসচাপায় নিহত হয়েছেন একজন। বুধবার বিকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সাইয়াদুর হোসেন। তার বাড়ি রাজধানীর পূর্ব নাখালপাড়ায় বলে জানিয়েছে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান ঢাকা টাইমসকে জানান, নিহত ব্যক্তি স্কুটি চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। বিকালে কারওয়ান বাজার এলাকার নিউ স্টার রেস্তোরাঁর সামনে তিনি কাঁপতে কাঁপতে হঠাৎই সড়কের উপর পড়ে যান। এসময় পেছনে থাকা গুলিস্তান-আব্দুল্লাহপুরের ৩ নম্বরের একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, নিহত ব্যক্তির হার্টের বা মৃগী রোগ ছিল কি না পরিবার থেকে জানার চেষ্টা চলছে। যে বাসটি তাকে চাপা দেয় তখন বাসের গতিও ছিল তুলনামূলক অনেক কম। এ ঘটনায় বাসচালকের প্রাথমিকভাবে ও স্থানীয়দের সূত্রে কোনো দোষ খুঁজে পাওয়া যায়নি।

ময়নাতদন্তের জন্য লাশ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/২০অক্টোবর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় পার্টি আর ভাঙবেন না, বাবাকে আর অপমান করবেন না: এরিক এরশাদ
মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযান, পেশাদার মাদক কারবারিসহ ৩৫ জন গ্রেপ্তার
বাংলাদেশের উন্নয়নে পল্লীবন্ধু এরশাদের অবদান অনস্বীকার্য: মামুনুর রশীদ
বিএনপির প্রতি জনসমর্থন ক্ষুণ্ণ করতে ষড়যন্ত্র করছে দুই একটি ইসলামি দল: রিজভী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা