সাপ্তাহিক লেনদেনে শীর্ষে বেক্সিমকো

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১৩:৪৪
অ- অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে বিদায়ী সপ্তাহে শীর্ষ স্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেনে কোম্পানিটির অবদান ছিল ৭.৮৭ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেন পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহে বেক্সিমকোর ৪৭৫ কোটি ৮১ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১৫৬ টাকায় বেচাকেনা হয়েছে।

আইএফআইসি ব্যাংক লিমিটেড গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনে ৫.১৯ শতাংশ অবদান রেখেছে। কোম্পানিটি লেনদেনের পরিমাণ ছিল ৩১৩ কোটি ৮৫ লাখ ১৭ হাজার টাকা। কোম্পানির শেয়ার সর্বশেষ ১৭.৬০ টাকায় বেচাকেনা হয়েছে।

বিদায়ী সপ্তাহে লেনদেনে তৃতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ৩১৩ কোটি ৩২ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিটি ডিএসইর মোট লেনদেনে ৫.১৮ শতাংশ ভূমিকা রেখেছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ১০৫.৯০ টাকায় বেচাকেনা হয়েছে।

গেল সপ্তাহে লেনদেনে শীর্ষ দশ কোম্পানির তালিকায় থাকা ডিএসইর অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/এসকেএস/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরু
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও ২ মাস বাড়লো
সিলেটে চা দিতে দেরি হওয়ায় হোটেল কর্মচারী খুন
মানিকগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার মৃত্যুদণ্ড
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা