সরকার সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ
 | প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৭:২৪

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার যেসব ঘটনা ঘটেছে এর জন্য সরকারকে দায়ী করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিএনপিকে দায়ী করছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব।

রবিবার বিকালে সুনামগঞ্জে এক সমাবেশে ফখরুল এসব কথা বলেন। সাবেক সংসদ সদস্য, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক হুইপ ফজলুল হক আছপিয়ার শোকসভায় প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, ‘সারাদেশে খুন-ধর্ষণ বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়েই চলেছে। আইনশৃঙ্খলার শুধু অবনতি হচ্ছে। কিন্তু তা নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার। দেশের সব ধর্মের মানুষকে নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তাই নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আর এসব ব্যর্থতা থেকে দৃষ্টি সরাতে সরকার এই সাম্প্রদায়িকতা সৃষ্টি করে বিএনপি ওপর দায় চাপিয়ে দিতে চায়।’

ফখরুল বলেন, ‘কিন্তু কোনো প্রমাণ তো পাওয়া যায়নি, প্রমাণ পাওয়া গেল ছাত্রলীগের নেতারা জড়িত। জোর করে চাপিয়ে দিলে তো হবে না, প্রমাণ করতে হবে। এখন সারাদেশের মানুষ বুঝতে পেরেছে, এই সরকার সব অঘটনের জন্য দায়ী। এই অবৈধ সরকারের এখনই পদত্যাগ করা উচিত।’

সাবেক হুইপ ফজলুল হক আছপিয়া সম্পর্কে ফখরুল বলেন, ‘একজন নিষ্ঠাবান সৎ ও সাহসী নেতা ছিলেন আছপিয়া। দলের জন্য তার ত্যাগ স্মরণীয় হয়ে থাকবে। আজ তার শোকসভায় এই জনসমাগম বুঝিয়ে দেয় সুনামগঞ্জের মানুষ কত ভালোবাসত তাকে, কত জনপ্রিয় ও সমর্থক আছে তার। এই শোককে শক্তিতে রূপান্তরিত করে ঐক্যবদ্ধভাবে দলকে আরও শক্তিশালী করে ফ্যাসিবাদী এই সরকারের বিরুদ্ধে সুনামগঞ্জে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুত হতে হবে।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন নির্বাচন খেলা করেই গত দুটি টার্ম জোর করে ক্ষমতায় আছে এই সরকার। যখন নির্বাচনের সত্যিকার পরিবেশ তৈরি হবে, তখনই আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো।’

জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের পরিচালনার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এজেড এম জাহিদ হোসেন, ডা. সাখায়াত হোসেন জীবন, নাসির উদ্দিন, মিজানুর রহমান, নজির হোসেন, আবুল কালাম, মিজান চৌধুরী প্রমুখ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা কৃষক দলের আহ্বায়ক আনিসুল হক, জেলা বিএনপির সহসভাপতি নাদের আহমদ, আনসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল।

এর আগে দুপুরে জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

কেরানীগঞ্জে আ.লীগের নির্বাচনি প্রচারে যুবদলের নেতারা!

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

এই বিভাগের সব খবর

শিরোনাম :