যাত্রাবাড়ীতে ১৭ কেজি গাঁজাসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ অক্টোবর ২০২১, ১৯:৪২
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১০। এ সময় তাদের কাছ থেকে ১৭ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস, তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ১০ টাকা জব্দ করা হয়।

আটক দুজন হলেন খোরশেদ আলম ও ইউসুফ।

রবিবার র‌্যাব-১০ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে আনুমানিক পাঁচ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১৭ কেজি গাঁজাসহ খোরশেদ আলম ও ইউসুফ নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে মাইক্রোবাসযোগে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশ হেফাজতে বিষপান করা নারী ঢামেকে মারা গেছেন, দায়িত্বে অবহেলায় তিন পুলিশ বরখাস্ত
ফেনীতে বন্যার পানি একদিকে নামছে, অন্যদিকে বাড়ছে
কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডে স্থাপন করা হবে ‘প্রতিরোধ মিনার’ 
চাঁদপুরে খুতবার ‘ভুল ব্যাখ্যা’কে কেন্দ্র করে খতিবকে কুপিয়ে হত্যাচেষ্টা, হামলাকারী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা