ঢাবি ক্যাম্পাসে মিলল নবজাতকের মরদেহ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২১, ১৮:০৫
অ- অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা থেকে এক নবজাতকের (কন্যা) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে প্রত্যক্ষদর্শীদের ফোন পেয়ে বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের সামনে থেকে নবজাতক মৃতদেহ উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) শেখ মো. কামরুজ্জামান ঢাকা টাইমসকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনের গেইটের সামনে নবজাতকটি পড়েছিল। সেই গেইটটা তখন বন্ধ ছিল। নবজাতকটিকে দেখে প্রত্যক্ষদর্শীরা দ্রুত ৯৯৯ এ কল দেয়। সেখান থেকে আমরা খবর পেয়ে দ্রুত ছুটে আসি এবং নবজাতকটিকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাই। তবে কর্তব্যরত চিকিৎসক নবজাতকটিকে মৃত ঘোষণা করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি মেডিকেলের মর্গে রাখা হয়েছে। কে বা কারা এই নবজাতকটিকে এখানে রেখে গেছে তার কারণ এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে মৃত অবস্থায় কেউ নবজাতকটি এখানে ফেলে রেখে গেছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/আরএল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুর ঘটনায় মামলা, কেয়ারটেকার গ্রেপ্তার
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৫৬ বন্দির সাজা মওকুফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা