সরাইলে ১৪ অবৈধ মোটরসাইকেল আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২১, ১২:০০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে ২২০ পদের চা বিক্রেতার দোকান ঘিরে মাদক সেবীদের জমজমাট আসর জমানোর অভিযোগের মুখে সেখানে হানা দিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যার পর আশিক মিয়ার চায়ের দোকান ঘিরে ভিড় লেগে থাকা মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১৪টি মোটরসাইকেল আটক করে পুলিশ।

সরাইল থানা পুলিশ জানায়, ওই চা দোকান ঘিরে সরাইল উপজেলায় অবসর বিনোদনের এক নতুন মাত্রা যোগ হলেও সেখানে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকা থেকে মাদসেবীরা ভিড় করছে বলে অভিযোগ রয়েছে। তাদের উদ্দেশে সেখানে বিশেষভাবে তৈরি চা পান। বিশেষ করে বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে বাহারি মোটরসাইকেল, মাইক্রো ও প্রাইভেট কারে করে চা পান করতে আসা লোকজনদের ভিড় লেগেই থাকে। বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া সদর, আশুগঞ্জ, মাধবপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, ভৈরবসহ বিভিন্ন এলাকা থেকে আসে মানুষ।

এসব মোটরসাইকেলের বেশিরভাগই বৈধ কাগজপত্র থাকে না। অবাঞ্চিত লোকজন এখানে আসে বলে বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর পুলিশ সেখানে অভিযান চালায়। মঙ্গলবার সন্ধ্যায় সরাইল থানার পরিদর্শক (তদন্ত) সেহাবুর রহমান থানার কয়েকজন এসআই, এএসআইসহ পুলিশের একটি দল অভিযানে নামে। এছাড়া সেখানে মাদকবিরোধী অভিযানও পরিচালনা করা হয়।

সরাইল থানার ওসি আসলাম হোসাইন জানান, এলাকায় তাদের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৭অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরিবেশবান্ধব বিদ্যুৎসংযোগ নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ইডটকো বাংলাদেশ ও টাইগার নিউ এনার্জি
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩
এয়ারপোর্টে অশ্রুসিক্ত নোরা ফাতেহি, প্রিয়জন হারিয়ে ভেঙে পড়লেন অভিনেত্রী?
আমরা আশাবাদী, নির্বাচনের মাধ্যমে দেশ সঠিক পথে এগোবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা