শ্রাবন্তীকে হাতির সঙ্গে তুলনা!

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ১৫:৩৩
অ- অ+

টলিউডের জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় নানা কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন। তার ব্যক্তিগত জীবন নিয়ে সবসময় উত্তাল থাকে নেটদুনিয়া। তিনি কার সঙ্গে প্রেম করছেন, কার সঙ্গে ঘুরতে যাচ্ছেন, তা নিয়ে যেন আগ্রহের অন্ত নেই। তবে এবার বডিশেমিংয়ের শিকার হতে হল অভিনেতাকে।

ইনস্টাগ্রামে প্রায়ই ঘুরতে যাওয়ার ছবি শেয়ার করেন শ্রাবন্তী। সেই ধারাবাহিকতায় সম্প্রতি দুটি ছবি পোস্ট করেন তিনি। ঘুরতে গিয়ে হাতির দেখা পেয়েছিলেন নায়িকা। তাই হাতির সঙ্গে ছবি তোলার সুযোগ হাতছাড়া করেননি। সেই ছবি দেখে বোঝা যায়, হাতির দেখা পেয়ে বেজায় মজা পেয়েছেন নায়িকা।

কিন্তু সেই ছবি পোস্ট করতেই যত বিপত্তি। ছবির কমেন্ট বক্সে এক নেটিজেন লিখেছেন, আপনাকে হাতির মতোই লাগছে। দুজনকে ভালো মানিয়েছে। বিয়ে করে নিন।’ অনেকে আবার অশ্লীল মন্তব্যও করেছেন। যেগুলো প্রকাশযোগ্য নয়।

এর আগেও শ্রাবন্তী তার চেহারার কারণে কটাক্ষের শিকার হয়েছেন। তবে ট্রোলার যেমন রয়েছেন, তেমন প্রতিবাদীও রয়েছেন। তাইতো অন্য একজন নেটিজেন শ্রাবন্তীকে হাতির সঙ্গে তুলনা করার বিরোধীতা করেছেন। এছাড়া বেশ কয়েকজন নায়িকার প্রশংসাও করেছেন।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা