কুমিল্লার আ.লীগ নেতা আফজল খান অসুস্থ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ২১:৪৩
অ- অ+

কুমিল্লার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা জেলা ১৪ দলীয় জোটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আফজল খান অসুস্থ। তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসাপাতাল থেকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।

আফজল খানের মেয়ে সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা জানান, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে বুধবার সন্ধ্যায় কুমিল্লা শহরের সিডিপ্যাথ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকা নেওয়া হয়। এ সময় আফজল খানের সঙ্গে তার ছেলে চেম্বার অব কমার্স কুমিল্লা জেলা সভাপতি মাসুদ পারভেজ খান ইমরান, ছোট ছেলে ডাক্তার নোমানসহ পরিবারের একাধিক সদস্য সঙ্গে ছিলেন।

বৃহস্পতিবার বিকালে অসুস্থ আফজল খানকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়ার সময় তাকে এক নজর দেখতে কুমিল্লার কেন্দ্রীয় ইদগাঁওয়ে শত শত নেতাকর্মী জড়ো হয়। সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা তার বাবার সুস্থতার জন্য কুমিল্লাবাসীর দোয়া চেয়েছেন।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৩৮৬
বিএনপি ক্ষমতায় গেলে চব্বিশের শহীদদের নামে হবে স্থাপনা-সড়কের নাম: তারেক রহমান
হবিগঞ্জে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড 
ইস্টার্ন ইউনিভার্সিটি ও ড্যাফোডিল রেসপন্স সেন্টারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা