ইঞ্জিন উদ্ধার, ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২১, ২৩:৫২
অ- অ+

চার ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিকল হওয়া পণ্যবাহী ট্রেনের ইঞ্জিন উদ্ধারের পর বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে স্বাভাবিক হয় রেল যোগাযোগ। এর আগে আজ সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পণ্যবাহী ট্রেন কসবা রেলওয়ে স্টেশনে পৌঁছার পর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম গণমাধ্যমকে বলেন, উদ্ধারকারী ট্রেন এসে বিকল ইঞ্জিনসহ পণ্যবাহী ট্রেনটিকে আখাউড়া জংশনে নিয়ে যায়। রাত ১১টা ১০মিনিটে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মহানগর গোধুলী মন্দবাগ রেলওয়ে স্টেশন, ঢাকা থেকে আসা চট্টগ্রামগামী সুবর্ণ এক্সপ্রেস ও নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়েছিল। বিকল হওয়া ইঞ্জিনটি উদ্ধারের পরআটকাপড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা