নোয়াখালীতে সহিংসতা; তিনজনের রিমান্ড

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২১, ১৭:৩৩
অ- অ+

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে এসব ঘটনায় নতুন দুইজনসহ ৩০ মামলায় ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের মধ্যে আনোয়ারুল ইসলাম, আবু তালেব ও ফরহাদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এছাড়া জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সেচ্ছাসেবকদলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল, হারুন উর রশিদ, ফয়সাল বারী চৌধুরীকে একদিন করে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হবে।

জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত ৩৭, ৩০ ও ৩১ নম্বর মামলায় আরও সাত আসামির রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা