নোয়াখালীতে সহিংসতা; তিনজনের রিমান্ড

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিভিন্ন মন্দিরে হামলা ও সহিংসতার ঘটনায় গ্রেপ্তারকৃত তিনজনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে এসব ঘটনায় নতুন দুইজনসহ ৩০ মামলায় ২২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের মধ্যে আনোয়ারুল ইসলাম, আবু তালেব ও ফরহাদকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
এছাড়া জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সেচ্ছাসেবকদলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল, হারুন উর রশিদ, ফয়সাল বারী চৌধুরীকে একদিন করে জেল গেইটে জিজ্ঞাসাবাদ করা হবে।
জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, গত ১৫ অক্টোবর বেগমগঞ্জের চৌমুহনীর বিভিন্ন মন্দিরে হামলার ঘটনায় দায়েরকৃত ৩৭, ৩০ ও ৩১ নম্বর মামলায় আরও সাত আসামির রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেন।
(ঢাকাটাইমস/৩১অক্টোবর/পিএল)

মন্তব্য করুন