বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার আসামিদের শাস্তি দাবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ নভেম্বর ২০২১, ১৭:৩৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সোমবার সকালে বিজয়নগর থানার সামনে এই কর্মসূচি হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি গাউস মেম্বার, নির্যাতনের শিকার শামসুন্নাহার, তার স্বামী মান্নাফ মিয়া ছাড়াও গ্রামের বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার বুধন্তি ইউনিয়নের বিন্নীঘাট উত্তর পাড়া এলাকার রফিকুল ইসলাম প্রায়ই মান্নাফ মিয়ার স্ত্রী শামসুন্নাহারকে বিভিন্ন স্থানে উত্যক্ত করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২৩ অক্টোবর রাতে বিন্নীঘাট উত্তর পাড়ায় রফিকুল ইসলাম ও শফিক মিয়া একই এলাকার মান্নাফ মিয়ার ঘরে ঢুকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে শামসুন্নাহারকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নির্যাতিতা নারীর আর্তচিৎকারে রফিকুল ইসলাম ও শফিক মিয়া পালিয়ে যায়।

এ ঘটনায় গত ২৫ অক্টোবর নির্যাতিতা নারী ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা করেন। এরপর থেকে অভিযোগ উঠিয়ে নিতে রফিকুল ইসলাম ও শফিক মিয়া বাদীর পরিবারকে প্রতিনিয়ত হুমকি ধামকি দিয়ে আসছে।

বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবি জানান।

(ঢাকাটাইমস/১নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা