জেনে নিন শুক্রবারের রাশিফল

ফিচার ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২১, ১০:০০
অ- অ+

রাশিফল রাশি পুরাতন জ্যোতিষ শাস্ত্রের এমন একটি ধরণ, যার মাধ্যমে বিভিন্ন সময়কালের নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুন-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতির অনুসারে তাদের সাথে যুক্ত জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। এই কারণের জন্যই প্রত্যেক রাশির রাশিফল আলাদা-আলাদা হয়। জেনে নিন আজকের রাশিফল।

মেষ

আজকের দিনে বাড়িতে অতিথিরা আসতে পারেন নিজের কাজে সফল হতে পারবেন। উপার্জিত অর্থ কোন খাতে ব্যয় হচ্ছে, তা জানার চেষ্টা করুন।

বৃষ

আজকের দিনটা হাসি খুশিতে কাটবে। বুদ্ধির সঠিক ব্যবহার না করলে, সমস্যায় পড়তে পারেন। আজ অর্থ সঞ্চয় করতে পারবেন।

মিথুন

অতীতে করা ব্যয়ের কারণে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। বন্ধুকে আর্থিক ভাবে সাহায্য করতে গিয়ে, নিজে সমস্যায় পড়বেন। ঝামেলায় জড়াতে পারেন আজ।

কর্কট

নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখুন, নচেত বিপদে পড়বেন। মানুষের থেকে উপদেশ নিয়ে, নিজের কাজে লাগান। অর্থের গুরুত্ব বুঝে সঞ্চয়ে মন দিন।

সিংহ

অর্থাগমে বাধা। শারীরিক সমস্যায় বিব্রত হওয়ার সম্ভাবনা। মানসিক চঞ্চলতায় কর্মে বাধা আসতে পারে। সঙ্গীর সঙ্গে বিবাদের সম্ভাবনা।

কন্যা

অতিরিক্ত ভাবপ্রবণতা বিপদ ডেকে আনতে পারে। ভ্রমণ পরিকল্পনার সম্ভাবনা। চাকরিস্থানে কাজের চাপ বাড়তে পারে। বিলাসিতায় খরচ বৃদ্ধির সম্ভাবনা।

তুলা

বাড়তি খরচ চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো।আশা পূরণ না হওয়ায় মনঃকষ্ট বৃদ্ধি। আর্থিক টানাটানি বজায় থাকবে।

বৃশ্চিক

কর্ম ও ব্যবসায় শুভ। শ্বাসকষ্ট বা গলা ব্যথায় ভোগান্তি। একাধিক ক্ষেত্রে অর্থপ্রাপ্তির সম্ভাবনা।বাড়িতে অতিথি সমাগম হতে পারে। হারানো সম্পত্তি ফেরত পাবার সম্ভাবনা।

ধনু

বাড়তি খরচ চিন্তা বাড়াবে। সম্পত্তি ক্রয় বা বিনিয়োগ এড়িয়ে যাওয়াই ভালো।আয়-ব্যায়ের মধ্যে সমতা না থাকায় চিন্তা।

মকর

আজ যতটা সম্ভব হালকা মেজাজে থাকুন, বন্ধুদের সঙ্গে যোগ দিন।খতিয়ে না দেখে আজ কোনও কিছুকেই বিশ্বাস করবেন না।

কুম্ভ

আজ সহজ কথা সরাসরি বলতে হবে, তা সে যতই অপ্রিয় হোক। জীবন বদলাতে চলেছে, সদর্থক পরিবর্তনের জন্য তৈরি রাখুন নিজেকে।

মীন

আজ অন্যের প্ররোচনায় কাজ করবেন না, শুধু পরিস্থিতি লক্ষ্য করুন। নিজের চিন্তা-ভাবনা অন্যদের সঙ্গে ভাগ করলে কর্মক্ষেত্রে সাফল্য আসবে।

(ঢাকাটাইমস/৫নভেম্বর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
ঘাটাইলে সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
সিগারেট অত্যন্ত সস্তা-সহজলভ্য, করারোপ ও মূল্যবৃদ্ধি জরুরি
সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে উপদেষ্টা পরিষদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা