কিলার আব্বাসকে কারাগারে রাখার বৈধতা নিয়ে রিটের শুনানি আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ১২:০৫
অ- অ+

আইনশৃঙ্খলা বাহিনী শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসকে কারাগারে আটক রাখার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।

মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে আবেদনটি শুনানির জন্য রয়েছে।

আব্বাসের আইনজীবী সাকির উদ্দিন আহমেদ বাপ্পী বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র‌্যাবের মহাপরিচালক (ডিজি), ডিএমপি কমিশনার, ঢাকা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

আইনজীবী বাপ্পী বলেন, হত্যাসহ বিভিন্ন অভিযোগের ১১টি মামলায় কিলার আব্বাস খালাস পেয়েছেন। ডাকাতির অভিযোগে একটি মামলা তার বিরুদ্ধে বিচারাধীন আছে। এই মামলাতেও তিনি জামিন পেয়েছেন ২০১৬ সালে। তারপর কী কারণে তাকে কারাগারে আটক রাখা হয়েছে আমরা জানি না। এ বিষয়টি চ্যালেঞ্চ করে রিট দায়ের করেছি।

রিট আবেদনে কিলার আব্বাসকে আদালতের সন্তুষ্টি সাপেক্ষে হাজির করা, তার ক্রিমিনাল রেকর্ড দাখিল এবং পুলিশের ওয়েবসাইটে থাকা মোস্ট ওয়ান্টেড তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

২০০৩ সালের ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার হন আব্বাস। তখন থেকে কাশিমপুর কারাগারে রয়েছেন তিনি।

কিলার আব্বাসের পুরো নাম আব্বাস আলী। বাবার নাম সাহাবুদ্দীন ওরফে তমিজ উদ্দীন। তার পরিবার থাকে উত্তর কাফরুলে।

(ঢাকাটাইমস/১৬নভেম্বর/এআইএম/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা