হ্যাটট্রিক করতে যাচ্ছেন নিরব-বুবলী

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ১৬:০৩
অ- অ+

ধারাবাহিক এক ডজন ছবিতে অভিনয়ের শাকিব বৃত্তের বাইরে এসে চিত্রনায়ক নিরব হোসেনের বিপরীতেই প্রথম জুটি বাঁধেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর তারা একসঙ্গে কাজ করেন সৈকত নাসিরে ‘ক্যাসিনো’ ছবিতে। সেটি এখন মুক্তির অপেক্ষায়। এরপর আবারও নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘চোখ’ ছবিতে কাজ করেন বুবলী। যেটি মুক্তি পেয়েছে কিছু দিন আগে।

নতুন খবর, আবারও নিরবের নায়িকা বুবলী। জুটি হিসেবে হ্যাটট্রিক করতে চলেছেন তারা। এবারের ছবিটির নাম ‘কয়লা’। পরিচালক সাইফ চন্দন। সপ্তাহ দুয়েক আগে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বুবলী। কিন্তু সে সময় চূড়ান্ত ছিলেন না নায়ক। এবার জানা গেল, ‘কয়লা’তে বুবলীর বিপরীতে নিরবকেই চূড়ান্ত করা হয়েছে। ছবির প্রধান খল চরিত্রে আছেন রাশেদ মামুন অপু।

‘কয়লা’ প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘সিনেমার গল্পটি চমৎকার। সাইফ চন্দন ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। তিনি গুছিয়ে কাজ করেন। বুবলীর সঙ্গেও আমার রসায়ন ভালো। সব মিলিয়ে দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছেন।’

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘মৌলিক গল্পে সিনেমাটি নির্মাণ করছি। এখানে চরিত্রগুলোর প্রাণ আছে। চরিত্রের সঙ্গে মানিয়েই নিরব-বুবলীকে নেওয়া হয়েছে। আশা করছি, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সবাই পছন্দ করবেন।’

আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ প্রযোজনা করছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল। চলতি মাসে দেশের সীমান্তবর্তী এলাকায় ছবিটি ক্যামেরা চালু হবে।

দুই যুগ আগে বলিউডে মুক্তি পেয়েছিল একই নামে একটি সিনেমা। সেখানে ভিন্নধর্মী একটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন শাহরুখ খান। এবার ঢালিউডে নির্মিত হতে যাচ্ছে ‘কয়লা। তবে ঢালিউডের ‘কয়লা’ বলিউডের ‘কয়লা’র আদলে নির্মিত হবে না বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তার দাবি, নিজস্ব গল্প এবং স্বকীয়তা নিয়ে ছবিটি নির্মিত হবে।

ঢাকাটাইমস/১৬নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৃহস্পতিবার নিক্কেই ফোরামে বক্তব্য দেবেন ড. ইউনূস
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার বাবার ইন্তেকাল
৫৪ বছর এদেশের মানুষের জন্য বিগত সরকার কিছুই করতে পারেনি: শারমীন মুরশিদ
রাঘব-বোয়ালের দুর্নীতির তকমা অধিনস্থদের কাঁধে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা