হ্যাটট্রিক করতে যাচ্ছেন নিরব-বুবলী

ধারাবাহিক এক ডজন ছবিতে অভিনয়ের শাকিব বৃত্তের বাইরে এসে চিত্রনায়ক নিরব হোসেনের বিপরীতেই প্রথম জুটি বাঁধেন আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। গত বছর তারা একসঙ্গে কাজ করেন সৈকত নাসিরে ‘ক্যাসিনো’ ছবিতে। সেটি এখন মুক্তির অপেক্ষায়। এরপর আবারও নিরবের সঙ্গে জুটি বেঁধে ‘চোখ’ ছবিতে কাজ করেন বুবলী। যেটি মুক্তি পেয়েছে কিছু দিন আগে।
নতুন খবর, আবারও নিরবের নায়িকা বুবলী। জুটি হিসেবে হ্যাটট্রিক করতে চলেছেন তারা। এবারের ছবিটির নাম ‘কয়লা’। পরিচালক সাইফ চন্দন। সপ্তাহ দুয়েক আগে এ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বুবলী। কিন্তু সে সময় চূড়ান্ত ছিলেন না নায়ক। এবার জানা গেল, ‘কয়লা’তে বুবলীর বিপরীতে নিরবকেই চূড়ান্ত করা হয়েছে। ছবির প্রধান খল চরিত্রে আছেন রাশেদ মামুন অপু।
‘কয়লা’ প্রসঙ্গে নায়ক নিরব বলেন, ‘সিনেমার গল্পটি চমৎকার। সাইফ চন্দন ভাইয়ের সঙ্গে এর আগেও কাজ করেছি। তিনি গুছিয়ে কাজ করেন। বুবলীর সঙ্গেও আমার রসায়ন ভালো। সব মিলিয়ে দর্শক ভালো গল্পের একটি সিনেমা পেতে যাচ্ছেন।’
পরিচালক সাইফ চন্দন বলেন, ‘মৌলিক গল্পে সিনেমাটি নির্মাণ করছি। এখানে চরিত্রগুলোর প্রাণ আছে। চরিত্রের সঙ্গে মানিয়েই নিরব-বুবলীকে নেওয়া হয়েছে। আশা করছি, সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেলে সবাই পছন্দ করবেন।’
আব্দুল্লাহ জহির বাবুর কাহিনি ও সংলাপে ‘কয়লা’ প্রযোজনা করছে সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল। চলতি মাসে দেশের সীমান্তবর্তী এলাকায় ছবিটি ক্যামেরা চালু হবে।
দুই যুগ আগে বলিউডে মুক্তি পেয়েছিল একই নামে একটি সিনেমা। সেখানে ভিন্নধর্মী একটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন শাহরুখ খান। এবার ঢালিউডে নির্মিত হতে যাচ্ছে ‘কয়লা। তবে ঢালিউডের ‘কয়লা’ বলিউডের ‘কয়লা’র আদলে নির্মিত হবে না বলে জানিয়েছেন নির্মাতা সাইফ চন্দন। তার দাবি, নিজস্ব গল্প এবং স্বকীয়তা নিয়ে ছবিটি নির্মিত হবে।
ঢাকাটাইমস/১৬নভেম্বর/এএইচ

মন্তব্য করুন