পল্টনে ৪৬ কেজি গাঁজাসহ দুজন আটক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ নভেম্বর ২০২১, ২০:৪৩
অ- অ+

রাজধানীর পল্টন এলাকা থেকে দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-৩। এ সময়ে তাদের কাছ থেকে ৪৬ কেজি গাঁজা এবং একটি কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- মো. কাজী রাসেল এবং মো. মিশু।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফারজানা হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৩ জানতে পারে যে, কিছু মাদক চোরাকারবারি একটি কাভার্ডভ্যানে কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে পল্টন আসছে বিক্রির জন্য। পরে র‌্যাব-৩ এর একটি দল মঙ্গলবার সকাল পৌনে ১১ টার দিকে পল্টন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে মো. কাজী রাসেল এবং মো. মিশু নামের দুই মাদক চোরাকারবারিকে আটক করা হয়।

র‌্যাব জানায়, সাক্ষীদের উপস্থিতিতে ওই কাভার্ড ভ্যানটি তল্লাশি করে কাভার্ড ভ্যানের ড্রাইভিং সিটের পেছনে লুকানো অবস্থায় ৪৬ কেজি গাঁজাসহ কাভার্ডভ্যানটিকে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. কাজী রাসেলের বাড়ি কুমিল্লা জেলার সদর থানার উনাইশার গ্রামে আর মো. মিশুর বাড়ি ভোলা জেলার বোরহানউদ্দিন থানার দালালপুর গ্রামে।

ঢাকাটাইমস/১৬ নভেম্বর/এএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা