নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ নভেম্বর ২০২১, ১৪:২১
অ- অ+

বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১বিজিবি) কলমাকান্দা উপজেলার অভিযান চালিয়ে ১৩টি ভারতীয় গরু আটক করেছে।

নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এএসএম জাকারিয়া শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোর ৪টায় জেলার কলমাকান্দা উপজেলার ৫ নং লেংগুড়া ইউনিয়নে অবস্থিত লেংগুড়া বিওপিতে কর্মরত হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে আট সদস্যের একটি দল টহল দিচ্ছিলো। এসময় সীমান্ত পিলার ১১৭১/২-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালাপানি নামক স্থানে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফাঁদ পেতে থাকে।

তথ্যানুযায়ী ভারত হতে চোরাকারবারীরা গরু নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। চোরাকাবারীরা বিজিবির টহল দলকে দেখে গরু রেখে দৌঁড়ে পালিয়ে যায়। এ অভিযানে কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থল হতে বিজিবির টহল দল ভারতীয় ১৩টি গরু আটক করে।

আটককৃত ভারতীয় ১৩টি গরুর সর্বমোট সিজার মূল্য আট লাখ ৪৫ হাজার টাকা। জব্দকৃত গরুগুলো নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

(ঢাকাটাইমস/২০নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা