বিএমএসএফের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সম্পাদক সাংবাদিক শাহী

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ২২ নভেম্বর ২০২১, ১৯:৪১
অ- অ+

দেশের তৃণমূল পর্যায়ের সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন ‘বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র এর কেন্দ্রীয় কমিটি’র ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সাংবাদিক শাহ্ আলম শাহী।

সংগঠনের ক্লান্তিলগ্নে শৃঙ্খলা ফিরিয়ে আনতে গঠনতন্ত্র নীতিমালা অনুযায়ী সংগঠনের এক নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক, চ্যানেল আই ও ঢাকাটাইমসের নিজস্ব প্রতিবেদক শাহ্ আলম শাহীকে রবিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব অর্পন করেছেন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এ সময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র দীর্ঘদিনের ঘোষিত পরিকল্পনা ও সারাদেশের সাংবাদিকদের বহুল কাঙ্খিত স্বপ্ন ‘জার্নালিস্ট সেল্টার হোম’এরও উদ্বোধন করা হয়।

রাজধানী ঢাকার শাহজাহানপুর রেলগেট এলাকায় আমানুল্লাহ ভবনের ৩য় তলায় ছয় রুমবিশিষ্ট এ জার্নালিস্ট সেল্টার হোম।

বিএমএসএফ’র কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি আফজাল হোসেন, কেন্দ্রীয় নেতা সোহাগ আরেফীন, এনামুল হক সোহেল, এএ আকরাম, মোহাম্মদ আলী সুমন, শারমীন সুলতানা মিতু, জুয়েল খন্দকার, কাজী মিরাজ মাহমুদ, সম্পাদক মীর আলাউদ্দিন, খালেকুজ্জামান পান্নু, আ. রহিম ও তাসলিমা আক্তার প্রমুখ। এছাড়া সভায় কেন্দ্রীয় কমিটির আরো অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে সংগঠনের ক্লান্তিলগ্নে শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিতর্কিত সাধারণ সম্পাদক আহমদ আবু জাফরের পদ-পদবী ও ক্ষমতা অন্তবর্তীকালের জন্য স্থগিত করা হয়। তার অবর্তমানে সার্বিক দায়িত্ব পালনের জন্য সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রথম যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ আলম শাহীকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২২নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফিরে দেখা ৪ জুলাই: সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
এবার স্থানীয় সরকার নির্বাচন থেকেও ইভিএম বাদ
আগামী কয়েক দিন ভারি বৃষ্টির সম্ভাবনা, পাউবো কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশ
নির্বাচন ভবনে রোপণ করা গাছ থেকে সরানো হলো আউয়াল কমিশনের নামফলক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা