অধিনায়ক না রেখেই অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ নভেম্বর ২০২১, ১৩:০৭

ভারতের অনূর্ধ্ব-১৯ ‘এ’ ও ‘বি’ দলের সঙ্গে তিন দলীয় সিরিজে ১৬ সদস্যের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এছাড়া স্কোয়াড়ে অতিরিক্ত পাঁচজন খেলোয়াড়ও রাখা হয়েছে। তবে সিরিজে টাইগার যুবাদের নেতৃত্বে কে থাকবেন তা নিশ্চিত করেননি টাইগার ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সোমবার রাতে এক বিবৃতিতে তিন দলীয় সিরিজের দল ঘোষণা করে বিসিবি। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে যুবাদের অধিনায়ক ছিলেন মেহরব হাসান। এর আগে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে নেতৃত্বে ছিলেন আইচ মোল্লা।

আজ সকালে ভারতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে টাইগার যুবারা। সিরিজের ভেন্যু ভারতে পৌঁছে তিন দিন কোয়ারেন্টাইন করবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। সেখানে করোনা নেগেটিভ হওয়া সাপেক্ষে অনুশীলনে নামবে টাইগার যুবারা। পরে ২৯ নভেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে যুবারা। ১, ২ ও ৪ ডিসেম্বর লিগ পর্বের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আরিফুল ইসলাম, মোহাম্মদ ফাহিম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরজ, মেহরব হাসান, আইচ মোল্লা, আবদুল্লাহ আল মামুন, মাহফিজুল ইসলাম, গাজী মোহাম্মদ তাহবিজুল ইসলাম, মুশফিক হাসান, রিপন মণ্ডল, আশিকুর জামান, তানজিম হাসান, রাকিবুল হাসান, নাঈমুর রহমান, জিশান আলম।

অতিরিক্ত: আহসান হাবিব, গোলাম কিবরিয়া, তৌহিদুল ইসলাম, সাকিব শাহরিয়ার, মহিউদ্দিন তারেক।

(ঢাকাটাইমস/২৩নভেম্বর/এইচএন)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :