স্পিনেই ভারতকে ঘায়েল করতে চায় কিউইরা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২১, ১৫:৫৮
অ- অ+

স্পিনিং উইকেট, দলেও স্পিনারদের আধিক্য। নিজেদের মাটিতে উপমহাদেশের বাইরের দলগুলোকে হারানোর এটাই ভারতের অন্যতম কৌশল। কতবারই তো ভারতে এসে এই ফাঁদে পা দিয়ে হার মেনেছে অতিথি দলগুলো। আর সেই বিষয়টি মাথায় রাখছেন কিউই কোচ গ্যারি স্টিড। স্পিনে শক্তিশালী ভারতকে ঘায়েল করতে স্পিন ব্যবহারের কৌশল আঁটছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-ভারতের প্রথম টেস্ট। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কিউই কোচ জানালেন, ভারতের বিপক্ষে তাদের একাদশে থাকছেন তিনজন বিশেষজ্ঞ স্পিনার।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গ্যারি স্টিড বলেন, ‘এখানে চার পেসার ও একজন অনিয়মিত স্পিনার নিয়ে খেলার সুযোগ নেই। এই ম্যাচে তিনজন স্পিনারকেও দেখতে পারেন।’

ভারতে সফর করা কিউই স্কোয়াডেও রয়েছে স্পিন আধিক্য। এর মধ্যে রয়েছেন ভারতে জন্ম নেওয়া আজাজ প্যাটেল ও ভারতীয় বংশোদ্ভুদ রাচিন রবিন্দ্র। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাদের সুযোগ হতেও পারে। তবে ভারতের মাটিতে স্পিন নিয়েই বেশি ভাবছেন স্টিড। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য পরিস্থিতি বুঝে দ্রুত তার মানিয়ে নেয়া। পিচই বলে দিবে আমাদের জন্য কি অপেক্ষা করছে। কোনো সময় ম্যাচে শুরুর দিকে স্পিন খুব একটা কাজ করে না। তবে পরের দিকে এটি বেশ কার্যকরী হতে পারে। তাই আমাদেরকে এমন কিছু ভিন্ন ধারনা নিয়ে কাজ করতে হবে যাতে বোলাররা চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াতে পারে।’

তবে শুরু হতে যাওয়া টেস্টকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের ৮ উইকেটের হারের বদলা হিসেবে দেখছেন ভারতের অন্যতম টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। সম্প্রতি ইংলিশদের মাঠে ব্যাক্তিগত দুর্দান্ত ফর্মও ধরে রাখার ব্যাপারে আশাবাদী ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

পূজারা বলেন, ‘ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আমার মনোযোগে দারুণ ভিন্নতা ছিল। আমি অনেক সাবলীল ছিলাম। এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রস্তুতি বেশ ভাল হয়েছে। আমি সেই সাহসী মানসিকতা ধরে রাখতে চাই।’

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবুল বারকাত গ্রেপ্তার
শতভাগ পাস, প্রায় সবাই জিপিএ-৫: ক্যাডেট কলেজের উজ্জ্বল সাফল্য
৩ থেকে ১০ জুলাই: যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৪৫ অপরাধী আটক
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সে সেনাবাহিনীর অভিযান: শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা