কৃষকদের সন্ত্রাসবাদী আখ্যা, কঙ্গনার বিরুদ্ধে এফআইয়ার

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ নভেম্বর ২০২১, ১১:৫২
অ- অ+

বলিউডের ‍বিতর্কের রানি কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ। শিখ ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে। সম্প্রতি তার একটি ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে শুরু হয় বিপত্তি।

ওই পোস্টের কারণেই মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে ২৯৫ ধারায় কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমরজিৎ সিং সাধু নামের এক ব্যক্তি।

গত ২০ নভেম্বর ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা শিখ ধর্মাবলম্বীদের খালিস্তানি সন্ত্রাসবাদী বলে আখ্যা দেন। তিনি লেখেন, সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের নিজের জুতার ভেতর থাকা মশার মতো পিষে মেরেছিলেন।

কঙ্গনার এহেন মন্তব্যেই চটেছে শিখ সম্প্রদায়ের মানুষেরা। প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করার পর কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘খালিস্তানি সন্ত্রাসবাদীরা আজ সরকারের হাত মচকে দিল। কিন্তু ভুললে চলবে না, একমাত্র মহিলা প্রধানমন্ত্রী এদের জুতার নিচে পিষে দিয়েছিল। দেশকে টুকরো হতে দেননি তিনি। তার মৃত্যুর এতো বছর পরেও তাকে এরা ভয় পায়। এদের জন্য এমনই গুরু দরকার।’

এর পরই দিল্লি শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট মনজিন্দর সিং সিরসা চিঠি লেখেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালস পাটিলকে। কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি করেন তিনি।

সিরসা লেখেন, ‘ইচ্ছা করে বারবার কৃষক আন্দোলনকে খালিস্তানি সন্ত্রাসবাদ বলে দাবি করেছেন কঙ্গনা।

পাশাপাশি রাষ্ট্রপতির উদ্দেশ্যে সিরসা লেখেন, যেন অবিলম্বে কঙ্গনার পদ্মশ্রী সম্মান কেড়ে নেওয়া হয়। সম্প্রতি মুম্বাইয়ে কঙ্গনার বাড়ির সামনেও বিক্ষোভ করেন শিখ ধর্মাবলম্বী মানুষেরা।

ঢাকাটাইমস/২৫নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা