ভালো সূচনার আভাস দিয়ে ফিরলেন সাইফ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ নভেম্বর ২০২১, ১০:২৭| আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১০:৩১
অ- অ+

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ভালো সূচনার আভাস দিয়ে শাহিন শাহ আফ্রিদির বলে ফিরলেন বাংলাদেশি ওপেনার সাইফ হাসান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ১ উইকেটে ২৩ রান।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করা সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। প্রথমে ব্যাট করতে নেমে সাইফ-সাদমান মিলে ভালো শুরুর আভাসই দিচ্ছিলেন। কিন্তু ইনিংসের পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির করা বাউন্সার সামলাতে গিয়ে আবিদ আলির হাতে ক্যাচ তুলে দেন সাইফ হাসান। আউট হওয়ার আগে করেন ১৪ রান।

এখন ১০ রানে সাদমান ইসলাম এবং ৪ রানে নাজমুল হাসান শান্ত অপরাজিত রয়েছেন।

বাংলাদেশ একাদশ:

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ ইসলাম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, আবু জায়েদ ও ইবাদত হোসেন।

পাকিস্তান একাদশ:

আব্দুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বাবর আজম(অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান, ফাহিম আশরাফ, নোমান আলি, হাসান আলি, শাহিন শাহ আফ্রিদি এবং সাজিদ খান।

(ঢাকাটাইমস/২৬নভেম্বর/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি কলেজে অনিয়ম তদন্তে ‘বাধা দিতেই’ কিচ্ছা-কাহিনী নির্ভর সংবাদ সম্মেলন, নেওয়া হবে ব্যবস্থা
ফিরে দেখা ৯ জুলাই: দেশজুড়ে সকাল-সন্ধ্যা ‘বাংলা ব্লকেড’ ঘোষণা
ফেনীতে বন্যার অশঙ্কায় ১৩১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত
সৌদিতে এক সপ্তাহে ১৭ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা