যশ-নুসরাতের সম্পর্ক কি ভাঙতে বসেছে?

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১১:৫৪| আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৩:০৩
অ- অ+

ইনস্টাগ্রামেই তাদের প্রেমের কথা প্রকাশ্যে। ইনস্টাগ্রামেই একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে স্বীকৃতি! ফের সেই ইনস্টাগ্রামে উঠে এলো তাদের সম্পর্ক। টলিউডের আলোচিত জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্তের টাটকা ‘স্টোরি’ ঘিরে জমে উঠছে জল্পনা!

শুক্রবার দেওয়া ওই স্টোরি দেখে অনুরাগীদের একাংশের প্রশ্ন, তবে কি ভাঙতে চলেছে ‘যশরত’ জুটির সম্পর্ক? পোস্টে কি তারই ইঙ্গিত? আর এক দলের পাল্টা দাবি, ইনস্টাগ্রামের পাতায় নিছকই খুনসুটিতে মেতেছেন প্রেমিক-প্রেমিকা। সম্পর্কে ভাঙন ধরলে এভাবে সে কথা নিশ্চয়ই প্রকাশ্যে আনতেন না!

ঠিক কী ঘটেছে? শুক্রবার ইনস্টাগ্রামে দুটি স্টোরি দেন নুসরাত। একটিতে ছেলে ঈশান প্যারাম্বুলেটরে, শীত-সকালের ঘোরাঘুরির মজা। দ্বিতীয়টিই মোক্ষম। সেই পোস্টের বক্তব্য, ‘যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা! যেকোনো মানুষের জন্যই সবচেয়ে ভালো জেলখানা সেখানেই, যেখানে ভালোবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।’

নুসরাতের এই পোস্টের কিছুক্ষণ পরেই ভেসে উঠে যশের ইনস্টাগ্রাম স্টোরি। তাতে লেখা, ‘কেন জেলখানায় বন্দি হয়ে থাকছো? খাঁচার দরজা তো খোলাই আছে!’ জল্পনা তুঙ্গে তারপর থেকেই।

সাবেক স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ নিয়ে যখন তুমুল টানাপড়েন-দেদার বিতর্ক, তার কদিন পরেই গত ২৬ আগস্ট সন্তানের জন্ম দেন নুসরাত। পাশে ছিলেন যশ। তারপর ১০ অক্টোবর যশের জন্মদিনের কেকের উপরে লেখা ‘হাসবেন্ড’। ইনস্টাগ্রামকে সাক্ষী রেখে সেদিন থেকেই ‘স্বামী-স্ত্রী’ হয়ে ওঠেন যশরত-জুটি।

এর পরে কখনও বরফে মোড়া কাশ্মীরে প্রেমের উষ্ণতা, কখনও বা দীপাবলিতে দুই ছেলে রিয়াংশ ও সদ্যোজাত ঈশানকে নিয়ে ‘সপরিবার’ উদযাপন- দুজনের ইনস্টাগ্রাম পোস্ট বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে থেকেছে। তাদেরই ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে এখন জল্পনা তুঙ্গে।

তবে ব্যক্তিগত সম্পর্কে যা-ই ঘটে থাকুক, কাজের দুনিয়ায় এ জুটি ফিরতে চলেছেন খুব শিগগিরিই। শিলাদিত্য মৌলিকের ‘মাস্টারমশাই আপনি কিচ্ছু দেখেননি’ ছবিতে তাদের একসঙ্গে দেখা যাবে। ছবির একটি গান ইতোমধ্যেই ক্যামেরাবন্দি হয়েছে কাশ্মীরে।

ঢাকাটাইমস/২৭নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা