রাজশাহীতে প্রধান তথ্য কর্মকর্তার মতবিনিময় সভা

রাজশাহী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১২:১৯| আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১২:২০
অ- অ+

রাজশাহীতে ‘সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক’ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার এলাকার একটি হোটেলে এ সভার আয়োজন করা হয়।

সভায় রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারিয়া তেরেরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা শাহেনুর মিয়া।

তিনি বলেন, একজন গণমাধ্যমকর্মী তার লেখনির মাধ্যমে দেশ ও জাতিকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। আবার দেশ ও জাতিকে নিচেও নামিয়ে আনতে পারে। সুতরাং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে গণমাধ্যমকর্মীদের ভূমিকা রাখতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী গণমাধ্যমকর্মীদের প্রতি অত্যন্ত দায়িত্বশীল।

তাই কথাগুলো মনে রেখে প্রতিটি গণমাধ্যমকর্মীদের রিপোর্ট তৈরি করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পিআইডির রাজশাহী অফিসের উপ-প্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামানসহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রানিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা