চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ নভেম্বর ২০২১, ১৩:৫৫
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জে অসুস্থতাজনিত কারণে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেল সুপার মজিবুর রহমান মজুমদার ও হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুন্নাহার নাসু।

মৃত হাজতি সদর উপজেলার আরামবাগ এলাকার মৃত বিশুর ছেলে বাচ্চু মিয়া (৪০)।

জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মৃত কয়েদি বাচ্চু মিয়া মাদক মামলার আসামি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে হেরোইন ও গাঁজা সেবন করতো। গত ২৩ নভেম্বর আদালত তাকে জেল হাজতে পাঠান। শুক্রবার বিকালে পেটের পীড়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, মাদক সেবনের অপরাধে এর আগেও তিনি চার-পাঁচ বার জেলখানায় অন্তরীণ ছিলেন।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক নুরুন্নাহার নাসু জানান, পেটের পীড়াজনিত কারণে মৃত হাজতি বাচ্চু মিয়াকে শুক্রবার বিকালে হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।

তবে পেটের পীড়া ছাড়াও অন্য কোনো কারণ আছে কিনা? তা খতিয়ে দেখতে লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের রির্পোট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

(ঢাকাটাইমস/২৭নভেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
শাহজালালে লাগেজ ট্রলির আঘাতে ক্ষতিগ্রস্ত বিমানের বোয়িং ৭৩৭
ঢাকার দোহারে বিএনপি নেতা হারুন মাস্টারকে গুলি করে হত্যা
রাজধানীর টিকাটুলিতে কেমিক্যাল গুদামের আগুন নিয়ন্ত্রণে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা