চাপে বাংলাদেশ

সাদমানের পথে হাঁটলেন শান্ত-মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৬:০১
অ- অ+

সাদমানকে এলবির ফাঁদে ফেলার পর চেপে ধরেছে পাকিস্তানি পেসাররা। ইতোমধ্যে হাসান-আফ্রিদি মিলে তুলে নিয়েছেন টপ অর্ডারের আরও দুই উইকেট। কোনো রান করেই ফিরেছেন অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল ইসলাম শান্ত।

পাকিস্তান থেকে ৪৪ রান এগিয়ে থেকে দিন শুরু করেছে বাংলাদেশ। তবে শুরুটা স্বস্তির মনে হলেও নিজের তৃতীয় ওভারে এসে তোপ দাগেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। প্রথমে ওপেনার সাদমান ইসলামকে এলবির ফাঁদে ফেলেন তিনি। পরের বলেই নাজমুল হোসেন শান্তকে স্লিপে ক্যাচ বানান আফ্রিদি। জোড়া উইকেট হারিয়ে প্রচণ্ড চাপে পড়ে দল।

দলীয় ১৪ রানে ২ উইকেট হারানো দলকে চাপ কাটাতে এসে প্রথম ইনিংসের মতো ব্যর্থ হন মুমিনুল হক। এদিন অধিনায়ক মুমিনুল ফিরেন কোনো রান না করেই। ১৫ রানে টপ অর্ডারের তিন উিইকেট হারিয়ে স্বভাবতই চাপে পড়েছে বাংলাদেশ। ক্রিজে সাইফ ১৪ রান করে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন মুশফিকুর রহিম (০)। বাংলাদেশ এখনও ৫৯ রানের লিড নিয়ে এগোচ্ছে।

এরআগে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৭ উইকেটে। এতে পাকিস্তান অলআউট হয়েছে ২৮৬ রানে। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৩০ রান করেছিলো স্বাগতিকরা। ফলে ৪৪ রানের লিড পেয়েছে মুমিনুল হকরা।

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/এইচএন)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২২৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস 
মিটফোর্ডে মাথা থ্যাঁতলে হত্যা: তিন আসামির দায় স্বীকার
জেডআরএফের উদ্যোগে ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনামূলক প্রচারপত্র বিতরণ 
৫ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা