ঘাটাইলে জোর করে নৌকায় ভোট, এজেন্ট বহিষ্কার

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ নভেম্বর ২০২১, ১৯:৪৮
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার ঝড়কায় এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রে নৌকায় জোর করে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন নৌকার এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেন।

রবিবার দুপুরে এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রের ৩ নম্বর পুরুষ ভোটকক্ষ থেকে নৌকা প্রার্থী শহীদুজ্জামার খানের এজেন্ট হৃদয়কে বের করে দেওয়া হয়।

ভোটারদের লাইন দীর্ঘ থাকলেও ধীরগতিতে ভোটগ্রহণ চলে। ফলে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন। কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে থাকা নারী ভোটার নাসরিন বলেন, ‘সকাল ১০টায় ভোট দিতে লাইনে দাঁড়িয়েছি। এখন দুপুর। কখন ভোট দিতে পারবো জানি না।’

ভোটাররা জানান, ভোটগ্রহণে খুবই ধীরগতি। কেন্দ্রে ভোট দিতে অনেক সময় লাগছে।

কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পোলিং অফিসাররা জানান, যারা ভোট দিতে আসছেন, তাদের অনেকের আঙ্গুলের ছাপ আসছে না। আবার অনেক নারী ভোটারের হাতে মেহেদী লাগানো, তাই ভোট নিতে দেরি হচ্ছে।

পৌরসভার ঝড়কায় এমএ সাত্তার খান মডেল স্কুল কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাফর উল্লাহ বলেন, কেন্দ্রের পুরুষ ওয়ার্ডের ৩ নম্বর কক্ষে নৌকার এজেন্ট হৃদয়ের বিরুদ্ধে অপর এজেন্ট অভিযোগ করায় তাকে বহিষ্কার করে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ভোটাররা স্বাচ্ছন্দে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ইভিএমে ভোট হওয়ায় ভোট দিতে আসা অনেকের হাতের আঙ্গুলের ছাপ আসে না। ফলে ভোটগ্রহণে কিছুটা সময় লেগেছে।

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হোসেন বলেন, ‘ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় কিছুটা বিলম্ব হচ্ছে। কেন্দ্রের ভিতর যতক্ষণ ভোটার থাকবে ততক্ষণ ভোট চলবে।’

(ঢাকাটাইমস/২৮নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা